আমাদের কথা খুঁজে নিন

   

আইস্যা গেছে আমরিকা !!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

কারো সর্বনাশ আর কারো পৌষমাস !! সিডরের আঘাতে ছিন্নভিন্ন বাংলাদেশ । আর সেই সুযোগে সাত সমুদ্র পারি দিয়া বাংলাদেশে চলে এসেছে আমেরিকান জাহাজ । উদ্দেশ্যে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ।

আমেরিকার এই মহনুভবতায় আমরা আবেগে আপ্লুত হতাম যদি তাদের কার্যক্রম নিঃস্বার্থ হতো । আমরা ভীত, কেননা আমেরিকা স্বার্থ ছাড়া কিছু করেনা । আজ একটি আমেরিকান যুদ্ধ 'কিয়ারসার্জ' জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌছেছে । আরেকটি আসছে যুদ্ধজাহাজ এক্সেস পৌছুবে আগামীকাল । জাহাজ দুটি ৪০ টি হেলিকপ্টার থাকবে আর কয়েকটি উভচর যান ।

তারা আসছে ত্রাণকার্য পরিচালনা করতে তবে জাহাজ দুটিতে কোন ত্রাণ সামগ্রী আসেনি । দেশের স্মরণকালের এমন দুযোর্গ আগেও এসেছে । সে সময় গুলোতেও আমরা নিজেরা মোকাবেলা করেছি । ৯১ এর ঘূর্ণি ঝড়েরর পর পরও আমেরিকার জাহাজ এসছিল ত্রাণ সামগ্রী নিয়ে । কিন্তু এবারের শুধু যুদ্ধ জাহাজ আমাদের প্রশ্ন জাগাচ্ছে ।

ত্রাণ সামগ্রী ছাড়া শুধুমাত্র ত্রাণকার্য পরিচালনার জন্য তবে কেন প্রয়োজন হলো আমেরিকান সেনবাহিনীর সাহায্য ?? আমাদের সেনাবাহিনী কি তবে ত্রাণকার্য পরিচালনার জন্য স্বয়ংসম্পূর্ণ নয় ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.