আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই হয়েছো ছায়া....(উতসর্গ-প্রিয় সঞ্জীব-দা)

ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ

আজো আমি স্বপ্ন দেখি স্বপ্ন বাঁধনহারা তোমার আঁকা স্বপ্নেরা আজ নীল জোছনার তারা। আকাশচুরির স্বপ্নগুলো স্বপ্নডানায় চড়ে স্বপ্নবাজির স্বপ্নরা আজ পুড়ছে মনের ঘরে। কেউ বলে না আহ্ ইয়াসমিন! আর বাজে না সুর... দৃষ্টিহারা চাঁদ দেখেছে আঁধার বহুদূর। তবু তোমার স্বপ্নগুলো স্বপ্ন ছোঁয়ার ভিড়ে বায়োস্কোপের নেশায় মেতে আসবে ফিরে ফিরে। আমার মনের শূন্য উঠোন কেউ দেখে না কেউ তোমার গানের অচিন সুরে ভাঁজ খোলে না ঢেউ।

ডানাভাঙা শালিক শুধু হৃদয়ের কথা রাখে.... নতুন করে স্বপ্ন বেঁধে আকাশের ছবি আঁকে। তুমি ছুঁয়েছো কান্নার রং নীল জোছনার মায়া, আগুনের কথা বন্ধুকে বলে নিজেই হয়েছো ছায়া...। বলে গেছো তুমি কড়া নেড়ে নেড়ে ভুলে ভরা সেই গল্প- থেমে গেছে গাড়ি,পথ বন্ধুর সময় ভীষণ অল্প। জোছনাবিহার চলছে আজো সেই তোমাকে ছাড়া... দূর আকাশে তুমি যে আজ দলছুট এক তারা। তবু আমি স্বপ্ন বাঁধি হৃদয়পুরের মাঝে... তোমার মনের সবুজ খুঁজি স্বপ্ন দেখার ভাঁজে.......।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.