আমাদের কথা খুঁজে নিন

   

বিটিটিবি'র ই-আইএসডি কল লিস্ট-- ভারত নেই কেন?

কেএসআমীন ব্লগ

অপেক্ষাকৃত কম রেটে (৭.৫০ টাকা মিনিটে) অনেকগুলি দেশে কথা বলার ব্যবস্থা করেছে বিটিটিবি, যার নাম ই-আইএসডি বা ইকোনোমি আইএসডি। এই সুবিধা মোবাইল ফোন ও অন্যান্য পিএসটিএন ফোনেও এখন পাওয়া যাচ্ছে। এই দেশগুলির মধ্যে এমন কতগুলি দেশ রয়েছে যেখানে প্রবাসী বাংলাদেশী বসবাস করেননা বললেই চলে। অর্থাত, ঐসকল দেশের সাথে বিটিটিবি'র ই-আইএসডি চুক্তি না করলেও চলতো। দেশগুলি হচ্ছে, আর্জেন্টিনা, বাহামা, আর্মেনিয়া, মালাওয়ি, কোস্টারিকা, ভেনেজুয়েলা, সান ম্যারিনো, লাওস ইত্যাদি। কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এখানে বাদ পড়েছে, সেটা হচ্ছে "ভারত"। আমার মনে হয় ভারতের সাথেই আমাদের টেলিযোগাযোগ সবচে বেশী। অথচ তিনদিক পরিবেস্টিত আমাদের প্রতিবেশী ভারতে ফোন করতেই আমাদের প্রতি মিনিটে খরচ হয় প্রায় ২০ টাকা। এর কি কোন বিহিত নেই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।