আমাদের কথা খুঁজে নিন

   

নেপোলিয়নের স্ত্রীর ঘড়ি নিলামে



উন বিংশ শতাব্দীর দাম্ভিক শাষক নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রী সম্রাজ্ঞী জোসেফিন এর একটি ঘড়ি গত সোমবার জেনেভায় নিলামে ১.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। ঘড়িটির যে দাম পাওয়া যাবে বলে ধারনা করা হয়েছিল তার চেয়ে সাতগুন বেশি দামে বিক্রি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। স্বর্ণ ও এনামেলের সমন্বয়ে ডায়মন্ড খচিত এ ঘড়িটি তৈরী হয়েছিল ১৮শ শতকে। সুইজার ল্যান্ডের জেনেভার ক্রিসটিস অকশন বা নিলাম হাউসে এটি ১.৫ মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক বা ১.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। ধরণা করা হচ্ছিল এটি ২ লাখ সুইজ ফ্র্যাঙ্কে বিক্রি হবে।

কিন্তু এ ধারণাকে ছাপিয়ে সাত গুন বেশি দামে বিক্রি হয়েছে। কে বা কোথাকার ক্রেতা এটা কিনেছে তা জানায়নি অকশন কর্তৃপক্ষ। এ ঘড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে পকেট থেকে বের না করে কেসের ওপর স্পর্শ করেই সময় বলে দেয়া যায়। ট্যাক্টাইল ওয়াচ বা স্পর্শনেন্দ্রিয় এ ঘড়ির স্টাইলটি ১৭৯০ এর দশকে তৈরী করেছিলেন আব্রাহাম লুইস ব্রেগুয়েট। জোসেফিন ১৭৯৯ সালে এটি তৈরীর জন্য অর্ডার দিয়েছিলেন লুইসকে।

তখন এটির দাম ছিল ৩ হাজার ফ্র্যাঙ্ক। ১৮০৪ সালে নেপোলিয়ন যখন ফ্রান্সের সম্রাট হন তখন ঘড়িটিতে ডায়মন্ড সেট করা হয়। পরবর্তীতে জোসেফিন তার মেয়ে হরটেন্সকে ঘড়িটি দিয়ে দেন । ১৮০২ সালে হরটেন্সের সঙ্গে বিয়ে হয় নেপোলিয়নের ভাই জোসেফ বোনাপোর্ট এর। ১৮০৬ সালে নেপোলিয়ন তার ভাইকে হলান্ডের রাজা বানালে রানী হন হরটেন্সে।

সে সময় ঘড়িটিতে খোদাই করে বড় অক্ষরে লেখা হয় (ঐ) এইচ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।