আমাদের কথা খুঁজে নিন

   

নেপোলিয়নের চিঠি আড়াই লাখ ডলারে বিক্রি

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের লেখা ২০০ বছর আগের একটি চিঠি গত রোববার প্যারিসের এক নিলামে ১ লাখ ৫২ হাজার পাউন্ডে (২ লাখ ৪৩ হাজার ৫০০ ডলার) বিক্রি হয়েছে। এই চিঠিতে তিনি রাশিয়ার ক্রেমলিন উড়িয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। নেপোলিয়ন সাঙ্কেতিক ভাষার চিঠিটি প্যারিসে তার পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখেন। চিঠির প্রথম লাইনে তিনি লেখেন, ২২ অক্টোবর ভোররাত ৩টায় আমি ক্রেমলিন উড়িয়ে দিতে যাচ্ছি। চিঠির তারিখ ১৮১২ সালের ২০ অক্টোবর।

নিচে ‘নেপ’ নামে স্বাক্ষর করা। নেপোলিয়নের রাশিয়া অভিযানে তিন লাখের বেশি ফরাসি সেনা নিহত হয়। গোয়েন্দারা সে সময় সাঙ্কেতিক চিঠিটির যে অনুবাদ করেন, সেটাও নিলামে বিক্রি করা হয়। নিলামে তার ব্যবহূত আরও চার শতাধিক জিনিস বিক্রি করা হয়। ১৮১৫ সালে ঐতিহাসিক ওয়াটার লু’র যুদ্ধে পরাজয়ের পর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন নেপোলিয়ন।

সেখানেই ১৮২১ সালের ৫ মে তিনি মারা যান। সূত্র ডেইলি মেইল। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।