আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের কাছে নিজেকে স্মার্ট করে তোলাটা কি এতটাই মুখ্য ব্যাপার ?

একটা সময় ছিলো যখন মেয়েরা ফিটফাট,পরিপাটি, তেলে ভেজা চপচপে চুল, ফুল হাতা পরিহত গলাবন্ধ শাট মার্জিত ছেলেদের পছন্দ করতো। এরপর সময় আসলো, যখন মেয়েরা জিন্স-টিশার্ট পরিহিত ছেলেদের সপ্নে দেখতো। আর এখন যুগ এসেছে, "ডার্টী ছেলেদের"!!! প্রথমে ভেবেছিলাম, আমি ৩য় শ্রেনীতেই পরি। ভাবতাম, আমিও বোধ হয় ডার্টি ছেলে। উস্কোখুস্কো চুল,৩-৪ দিনের গোসল না করা শরীর, খোচা খোচা দাড়ি, ময়লা টি-শার্ট, ছেড়া জুতার সব ই তো আমি পালন করি।

তাহলে বোধ হয় আমিই সেই "ডার্টি ছেলে"। কিন্তু ভুল ধারনা ভাংলো। এ যুগের ডার্টি ছেলে হতে চাইলে চাই, কাড়ি-কাড়ি টাকা দিয়া কেনা ছেড়া-ফাটা-আলগা তালি দেওয়া দামি প্যান্ট, কিংবা দুমড়ানো- মোচ্রানো শার্ট !! আর বিদঘুটে কালারের স্নিকার বা কনভার্স। সাথে জেন্টস পার্লার থেকে জেল মারা উস্কোখুস্কো কাট দেওয়া চুল। হায়রে দুনিয়া।

ডার্টিনেস ও টাকা দিয়ে কেনা চাই !!! আর মেয়েরা এসব তথাকথিত "মডার্ণ ডার্টি " ছেলেদের জন্যেই পাগল পারা !!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।