আমাদের কথা খুঁজে নিন

   

দেহতরী দিলাম ছাড়িয়া ওহোওও গুরু তোমারও নামে



দেহতরী দিলাম ছাড়িয়া ওওও গুরু তোমারও নামে আমি যদি ডুবে মরি আমি যদি ডুবে মরি কলংক তোমার নামে.. দেহতরী দিলাম ছাড়িয়া ওহোওও গুরু তোমারও নামে বাজারীরা বাজার করে, কত রঙ্গের বাত্তি জ্বলে গুরু দোকানের সামনেএএএ তারা জ্বালাইয়া বাত্তি করে ডাকাতি ও তারা জ্বালাইয়া বাত্তি করে ডাকাতি ও সদর মোকামেএএএ গুরু তোমারও নামে.... দেহতরী দিলাম ছাড়িয়া.. ওহোওও গুরু তোমারও নামে বাজার দেখে লাগে ধন্দ, বুঝি আমারই কপাল মন্দ পইড়াছি ফেরে, আমি নারায়গন্জো ছাইড়া আইলাম, নারায়গন্জো ছাইড়া আইলাম মদন গন্জের মোকামে... দেহতরী দিলাম ছাড়িয়া ওহোওও গুরু তোমারও নামে মদন গন্জে গেলে পড়ে কামকুম্ভীরে ধরবই তোরে পড়বিরে ফেরে আগে সিদ্ধীরগন্জো যাইয়া শেষে সিদ্ধীরগন্জো যাইয়া শেষে যাও নিত্যধামেএএএ....। গুরু তোমারও নামে.... দেহতরী দিলাম ছাড়িয়া ওহোওও গুরু তোমারও নামে দেহতরী দিলাম ছাড়িয়া......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.