- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
দেহতরী দিলাম ছাড়িয়া,
ও গুরু! তোমারও নামে
আমি যদি ডুবে মরি,
কলঙ্ক তোমার নামে..
বাজারিরা বাজার করে,
কতো রঙের বাত্তি জ্বলে
গুরু, দোকানের সামনে;
তারা জ্বালাইয়া বাত্তি করে ডাকাতি-
জ্বালাইয়া বাত্তি করে ডাকাতি ও
সদর মোকামে।
বাজার দেখে লাগে ধন্দ,
বুঝি আমারি এ কপাল মন্দ
পইড়াছি ফেরে;
আমি নারায়ণগঞ্জ ছাইড়া আইলাম-
নারায়ণগঞ্জ ছাইড়া আইলাম
মদনগঞ্জের মোকামে
মদনগঞ্জে গেলে পরে,
কামকুম্ভীরে ধরবোই তরে
পড়বিরে ফেরে;
আগে সিদ্ধিরগঞ্জ যাইয়া শেষে-
সিদ্ধিরগঞ্জ যাইয়া শেষে
যাওনিতো ধামে।।
দেহতরী দিলাম ছাড়িয়া, ও গুরু! তোমারও নামে
আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে
কী লিখবো আর! ভেবে পাই না, এখন শুধু ভাবছি তারা জ্বালাইয়া বাত্তি করে ডাকাতিও সদর মোকামে... কথাগুলোর পারলৌকিক একটা ব্যাপার থাকলেও বর্তমানে আমাদের সাথে হরহামেশাই তো এ হচ্ছে, তাই না? যাহোক, প্রিয় গান (যেনো আপন ভাবনা) দিলাম সহব্লগারদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।