আমাদের কথা খুঁজে নিন

   

পাটাতনের প্রশ্নহীনতা নিয়ে একটি ক্রমাগত গল্প...

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

কেউ একজন রয়েছে বলয়ে...তাকে খুঁজে এনে তুলে দেবো সব অধিকার, নিমেষে ফলবে সোনার ফসল...পুকুরে লাফিয়ে রুপোলী ঝলক দেবে আবেগী মাছের দল... .............................................................. পাটাতনে প্রশ্নহীনতা রয়েছে, আর আমরা চাইছি মল্লযোদ্ধারা লড়ে যাক প্রশ্নের পরম্পরায়...প্রতিযোগিতা সমাপ্ত হলে একজন হাসিমুখে ফিরে যাবে গোল্ডমেডাল গলায় ঝুলিয়ে, অন্যজনার বেদনা কাতরতা অগ্রাহ্য করে হৈ হৈ রৈ রৈ... পাটাতন রয়ে যাবে নীরব...কারন তাকে নিয়ে কারো কোন প্রশ্ন নাই, আগামীদিন আবার যুদ্ধ হবে...আবারও একদল আনন্দ উল্লাসের মিছিলে শরীক হবে...বিজিতের বেদনাগ্রস্থ মনের খোঁজ কেউ নেবে? ক্ষয় ধরবে, শ্যাওলার আস্তরন পরবে, যোদ্ধারা পিছলে যাবার ভয়ে সংস্কারের ধুয়ো তুলে বাজেট আদায় করে নেবে...আবরন আভরনে আবারো অটুট হবে পাটাতন...প্রশ্নহীন পাটাতনে মল্লযুদ্ধ হবে...পাটাতন বিষয়ে তবুও কি কোন প্রশ্ন উঠবে না কোন কালে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।