মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও।।।"
অশেষ শুভ কামনা রইল আপনার ভাইটার জন্য...
আমার একটা অনেক ছোট্ট ভাই আছে....
আমার চেয়ে আঠারো বছরের ছোট...ওর কাচাঁ হাতে অভিমান ভরা লেখা একটা চিঠি আজো আমার মানি ব্যাগে....অনেক অনেক দুরে থেকে ভাইটাকে যে কি পরিমান মিস করি....কখনো বোঝাতেও চেষ্টা করি না...পারি না যে নিজের কষ্ট গুলো গুছিয়ে কাউকে বোঝাতে....ছোট্ট ভাইটা অনেক বড় হয়ে যাচ্ছে...
হয়তো এখনো ভূল বোঝে আমাকে.....বুকভরা অভিমান নিয়ে আছে....আর আমি আছি....হাহঃ...বুকভরা ভালবাসা বোঝাতে না পারার একবোঝা কষ্ট নিয়ে.....
এত ভালবাসা বুকে ধারন করে আছি কিছু মানুষের জন্য....কিভাবে বোঝাবো....!!!
আল্লাহ্ ভালবাসারই ক্ষমতা দিলেন বোঝানার টা দিলেন না।।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।