আমাদের কথা খুঁজে নিন

   

গুবরে পোকার পিঠে রং

/

সহমরণে যায় জন্ম ও মৃত্যু বিধবার সাদা শাড়ি হুতাশে পোড়ে বাতাসে রোদন চিতকার জন্মের আল্লাহু আকবর কাকের পাখনায় ছাই গগনের কুসুম নামে অন্ধকার সবুজ বিছানায় চিতার সাজানো পাটাতনে কি অপূর্ব পারিজাত ! শহর ম্লান হয়ে আসে,জেগে থাকা শকুন দীর্ঘশ্বাস গিলে খায়; পতিত হাড়ের স্তুপ ফাঁক করে ঘাস জন্মায়, অন্ধকার আকাশে ছড়িয়ে পড়ে ঘাসের শত কোটি বীজ অস্থির সার পচেঁ উর্বর হয়, পচা মাটিতে আড়মোড়া ভাঙ্গে মাথা মোড়া ভ্রুন। হাওয়াই এর লাভা পায়ে আমি ভারখয়ানস্ক ভারখয়ানস্ক থেকে হাওয়াই এর পথ ধরি সাফা মারওয়ার দৌড় সাত বারে শেষ হয় এ অনন্ত প্রদক্ষিণ শান্তির হটখারি আলেয়া। গলিত সীসার ঘাম কান বেয়ে নামে উত্বর দক্ষিণ শুয়ে গলি পচি কেঁচোর ট্রেনে চেপে নামি মৃত্যুর টানেলে উপরে দাপটের বিস্তৃত সূর্যের বিদ্রোহী আগুন সে আগুন গিলে খায় গাঁদার বিন্যস্ত আনন মৃত্যুকালীন সময়ে পঁচে সার হয়ে জন্মায় সবুজ ঘাসবীথী পা বেয়ে ওঠে গুবরে পোকার সারি হলুদ চোখে গাদা ফুল সমাহার, অসংখ্য প্রজাপতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.