গুবরে পোকা। ইংরেজিতে বলা হয় টাইটান বিটল। এই পোকাই নাকি দুনিয়ার সবচেয়ে বড় পোকা। গবেষকরা জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক পোকাগুলোর আকৃতি ৬.৫ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এই গুবরে পোকার চোয়াল এতটাই শক্তিশালী যে একটি শক্ত কাঠপেন্সিলের অর্ধেকটা নিমেষেই ভেঙে ফেলতে পারে! তবে এ বিশাল গুবরে পোকা স্বভাবে খুবই নিরীহ।
এরা কাউকে আক্রমণ করে না।
গুবরে পোকা পৃথিবীর রহস্যময় প্রাণীগুলোর একটি। এর বসবাস মূলত দক্ষিণ আমেরিকার উষ্ণ রেইন ফরেস্টের গহীনে। এদের শুধু তখনই দেখা যায়, যখন এরা সঙ্গিনীর খোঁজে নিজের বাসা ছেড়ে বাইরে বের হয়। আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে, এ বিশাল পোকাটির লার্ভা নাকি কখনোই খুঁজে পাওয়া যায়নি।
তবে বনের অনেক মৃত গাছের গুঁড়ির ভেতরে এদের বাসা দেখতে পাওয়া যায়।
বিজ্ঞানীদের ধারণা, এই গুবরে পোকার শুক্রকীট পূর্ণাঙ্গ আকৃতি পাওয়ার আগ পর্যন্ত এরা মাটির নিচেই অবস্থান করে এবং ক্ষয়ে যাওয়া গাছের কাঠ খেয়ে জীবনধারণ করে। গাছের গুঁড়িতে থাকা ছিদ্র দেখে অনুমান করা হয়, এই শূক্রকীটগুলোর ব্যাস হয় ২ ইঞ্চি, আর এগুলো লম্বায় হয় প্রায় এক ফুট। এ গুবরে পোকার স্ত্রী পোকাগুলো খুব বেশি বাইরে বের হয় না। তাই এদের খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার।
ইকুয়েডর, পেরু, গায়ানা, বলিভিয়া, কলম্বিয়া ও ব্রাজিলের কিছু অংশে গুবরে পোকা দেখা যায়। এখন পর্যন্ত সবচেয়ে বড় গুবরে পোকার সন্ধান পাওয়া গেছে ফ্রেঞ্চ গায়ানাতে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।