আমাদের কথা খুঁজে নিন

   

Dhaka: the storage of a storied history and thousand-storeyed stories...

আবীর শাকরান মাহমুদ

ফর বেটার ভিউঃ Click This Link ঢাকা, হাজার বছরের ইতিহাসের গল্পের আধার। সেই ৭ম শতাব্দীর কামরূপ-কামাক্ষা রাজ্যের অন্তর্ভূক্ত জনপদ ১৬১০ সালে প্রথম মুকুট পরল রাজধানীর। সেই থেকে কালের ক্রমে আজ তা বিশ্বের সবচেয়ে বর্ধমান জনগোষ্ঠীর মেগাসিটি। সেন রাজত্ব, সুলতানি আমল, মুঘল শাসন, ব্রিটিশ ঔপনিবেশকতা, পাকিস্তানি প্রাদেশিক সরকারের অধ্যায় শেষে এখন তা এক সার্বভৌম রাষ্ট্রের প্রাণকেন্দ্র। ১.৫ কোটি মানুষের জীবনের গল্প এই ‘ঢাকা’র অভিভাবকত্বেই ঢাকা।

এই শহরটাই যেন এক এপিক গল্পের বই। আর প্রতিটা বাড়ি-দালান,উঠান-বাগান এই বইয়ের এক পৃষ্ঠা। প্রতিটা ইট-কাঠ, চুন-সুরকি, রড-সিমেন্ট বুনে চলেছে এই গল্পের মায়াজাল। আর আমরা সবাই যেন এই গল্পের এক এক চরিত্র। আমাদের পূর্বপুরুষদের বসতি গড়া থেকে শুরু করে আমাদের বেড়ে ওঠার মঞ্চ এই ঢাকা।

এই গল্প শেষ হবার নয়। বরং সময়ের সাথে তাল মিলিয়ে চক্রবৃদ্ধি হারে সুদে-আসলে বাড়ছে এই গল্পের পরিধি। ঢাকা বাড়ছে। গল্পও বাড়ছে। হাজার বছরের পুরানো সেই নাগরিক গল্প।

আবীর শাকরান ফটোগ্রাফি ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।