আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের সাক্ষী

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

আমি রমনা পার্ক,আমি লাখ প্রেমের সাক্ষী আমি দেখেছি কপোত-কোপতীর চুম্বন আমি দেখেছি তাদের বিরহ আমি দেখেছি তাদের মিলন আমার বৃক্ষের বুকে তারা খেলে আকি-বুকি করেছে আমার বক্ষ ক্ষত-বিক্ষত আমার গায়ে তারা ফেলে বাদামের খোসা আমাকে করেছে ময়লা তারা পহেলা বৈশাখে আমার বুকে তারা করে নাচ গান করে কত কপোত-কোপোতী মান আভিমান আমায় করেছে তারা বোমায় বিক্ষত করে নাই তবুও তাদের মাথা নত। প্রেমের নামে এসে তারা করে ভন্ডামী কত মিথ্যা ছলনাই না তারা করে যাচ্ছে বেনচিতে শুয়ে কোলে মাথা রেখে করে যাচ্ছে নানা কাজ নাই তাদের কি কোন লাজ লজ্জায় আমার মুখ হয় লাল সেদিকে নেই তাদের কোন খেয়াল আছে আমার বাগানে শত অজ্ঞান পার্টি নিয়ে যাবে তোমায় নিমেষেই কাছে মাটির ভয় নেই করছি না তোমায় আসতে মানা চোখ কান সদা খোলা রাখার কথা ভুলো না (কবিতাটি নিজের কাছেও ভাল লাগে নি।সাহস করে পোস্ট করে ফেললাম।তারপরও ক্ষমা চেয়ে নিলাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.