বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...
মানুষ কল্পনাপ্রবন । যান্ত্রিক চোখ যা দেখেনা, মানুষ তা অবলীলায় দেখে ফেলে । দৃশ্যের আড়ালে আরও এক দৃশ্য । সে সাঁঝের বেলায় পশ্চিমের রাতুল মেঘে সোনার সিংহ আবিস্কার করে বসে, কখনও বা সেই সাঁঝের বেলাকেই ইথারগ্র্স্থ মনে হয় । একে ই বলে পরাবাস্তবতা ।
মিথ্যা বাস্তবতা । কিন্তু কতটুকু মিথ্যা ?
যাই হোক, এই ছবিটি ও একটি পরাবাস্তব ছবি । ঊটপাখির উদ্ভ্রান্তি , সামনে , আর পেছনে দুজন মানুষ যেন চুলোচুলি করছে । সাঁঝের বেলায় যশোহা বৃক্ষরা এ কি শুরু করেছে ? বিভ্রান্ত মানুষ কে আরও বিভ্রান্ত করার চেষ্টা করছে ??
এদের জীবন ও বড় বিচিত্র । এই গ্রহে এদের কে শুধুমাত্র কয়েকটি জায়গা তেই পাওয়া যায় ।
নেভাডা, আরিজোনা, ক্যালিফোর্নিয়া অঞ্চলের মোজাভি মরুভূমিতে উচু জায়গায় ওরা জন্মায় । শুকনো মাটি এদের মিতা । জল ওদের চোখের বালি ।
ছবিটা ভাল লেগেছে । তাই শেয়ার করলাম ।
লেখাটা ফাউ প্যাচাল ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।