কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
বড় মাছ নাকি প্রায়শঃ'ই গিলে খায় ক্ষুদ্রকায়া মাছেরে...আহারে! আহারে!
আমি বড় মাছের হিংস্রতা দেখে অবাক হয়েছি এতোকাল...তার হিংস্রতায় ভয়াবহতা রয়েছে অপার, রয়েছে ধ্বংসের হাতছানি, পঁচে যাবে-গলে যাবে সম্ভাবনা...আর আছে গেরিলা কৌশল...যতোই চেয়েছি বড় মাছের নাগাল থেকে কয়েকশ হাত দূরে চলবো নিয়তঃ, জানি না কিরূপে বড় মাছ রয়ে গেছে কাছাকাছি...
বড় মাছেরে খুনের নীল নকশা প্রনয়ন করেছি যখন, জানিনা তখন কে বা কাহারা তাহারে পৌছে দিয়েছে খবর। বড়মাছ কেবল বঙ্কিম চোখে তাকিয়েছে...এতোকাছ থেকে তার দৃষ্টির ক্রুঢ়তা আমারেও কাঁপিয়েছে...
অতএব বড় মাছের ছায়াতলেই থাকি...শৈবালে শৈবালে খুঁজে বেড়াই বিষের সম্ভাবনা...তাহার নিকট বেচি নাই ভালোবাসা ঠিক...কিন্তু বড়মাছেরা ভালোবাসা চায় না জেনেছি...অনুগত নতমাথায় সুখের হাতছানি তার...
ভালোবাসা বোঝে কেবল ছোট মাছেরা...ভালোবাসার স্বল্পমূল্যেই তাহাদের সুখ...
আহারে! আহারে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।