আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রর ধর্ম হয় কেমেন? রাষ্ট্র কি নামাজ পড়ে,রোজা রাখে, পুজা করে, চার্চে যায়? (পড়েন প্লিজ)



রাষ্ট্রের ধর্ম হয় কেমনে? ধর্ম হইলো মানুষের... রাষ্ট্র কি নামাজ পড়ে,রোজা রাখে, পুজা করে, চার্চে যায়? তাইলে রাষ্ট্রের ধর্ম হয় কেমনে? রাষ্ট্র একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের ধর্ম হয় কেমনে? ... তাইলে এই প্রতিষ্ঠানকে ধর্মীয় লেবাস পরানোর মানে কি? কার স্বার্থ? ... রাষ্ট্রের ধর্মীয় লেবাস যারা পরিয়েছে তারা কারা? ... পাকিস্তানের জনক ইংরেজ শিক্ষায় ও জিবনধারায় দিক্ষীত উকিল মেহাম্মদ আলী জিন্নাহ্ কতটা ধর্ম অনুসারী ছিল আর কতটা ধর্ম মেনে চলত খোজ নেন। রাষ্ট্রকে ধর্মের লেবাস না পরালে সে অত বড় নেতা হতে পারতো কি? বাংলাদেশ রাষ্ট্রকে মুসলমান(!) করার মহান দ্বায়িত্ব পালন করলো যে এরশাদ .সে যে কত বড় ধর্মপরায়ন খাঁটি লোক সবাই জানে। অত বড় খাদেমদার পাইয়া ইসলাম ধর্ম ধন্য(!) ... এই ধর্মের লেবাস ধরে ধর্মকে ব্যবহার করে ৭১ এ লাখ লাখ বাংলাদেশের মানুষ মারা কোন ইসলাম জাস্টিফাই করে? ইমলাম ধর্মরে ব্যবহার কইরা আমাগো মা বইনরে গনিমতের মাল বানাইয়া কার লাভ হইছে? . . . . . . . রাষ্ট্র ধর্মের নামে তৈরী গালিচা ধর্মের কি কি উপকারে আইছে কেউ কইতে পারবেন? উপকারে আইছে কাগো ? ... আইজ রাজাকার চু. পো.রা কয় এই দেশে যুদ্ধাপরাধি নাই.. বঙ্গবন্ধুর দল ওগোরে লইয়া আন্দোলন মারায়, মুক্তিযোদ্ধা জিয়ার দলের মহাসচিবের মনে সন্দেহ জাগে এই দেশে যুদ্ধাপরাধী আছে কি না? কয়দিন পরে মা.চো. রা কইবো দেশে যুদ্ধই হয় নাই। ...... এর পরেও ধর্মভিত্তিক রাজনীতি নিষেধ নিয়া আমরা চুপ থাকবো? রাষ্ট্র ধর্মের বিপক্ষে আমরা কথা বলবো না? ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।