আমাদের কথা খুঁজে নিন

   

সামিহার লেখাটা পড়ে লিখলাম . . . .

হরবর করে কথা বলি, মনে যা আসে, পরে ভাবি কেন বললাম . . .

মানবী বলেছেন : ২০০৭-১০-১৭ ১১:৩৯:৩৩ নাদিনের পরিবার এতোদিন সব সহ্য করেছেন ভাবতে অবাক লাগছে। হত দরিদ্রপরিবারের সন্তানদের অসহায়ত্ব অন্যরকম! সচ্ছল পরিবারের সন্তানদেরও যদি এমন পাশবিক নির্যাতন মুখ বুজে সইতে হয় কি বলবো বুঝতে পারছিনা। তীব্র ঘৃণা সেই নরপশুর জন্য! এই কমেন্টটা পড়েই লিখতে মন চাইল। কত কিছুইতো আমরা শুনি, কিছুর খোড়াঁ যুক্তি দিয়ে মনকে বুঝাই আর অনেকগুলার কোন মানেই খুজেঁ পাই না। নাদিনের মতোই ভালবেসে বিয়ে "..." আপুর।

উত্তাল প্রেমের সময়টাতে ছেলেটার - "পরীক্ষায় রেকর্ড মার্কস প্রাপ্তি, লীগের ক্যাডার, আকর্ষনীয় চেহারা" - এগুলোই কি মুখ্য ছিল? ওর নারীসক্তি কি একটুও ভাবায়নি ওনাকে? নাকি ভেবেছিল, আমিও তো সুন্দরী, ওর মতোই ডাক্তার, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। অসম্ভব ভালোবেসে সবই ভুলিয়ে দিবে ও। বিয়ের এখন ১৫ বছর ওদের। একাধিক সন্তানের মা-বাবা ওরা। বরের চেয়ে ভালোই তার অবস্হান সমাজে, উচু পদাসিক্ত প্রতিরক্ষা বাহিনীতে।

এতবছর পর আমরা শুনি, এতদিনের একসাথের পথচলা, হাসিকান্না সবই ছিল মেকি!!! বুকভাঙা কষ্টে চলছে তার জীবন . . . . ঐ সুশিক্ষিত সেবক, তার আসক্তিতে কমতিতো হয়ই নাই দিনকে দিন বেড়েছেই, বাইরের মেয়ে থেকে কাজের মেয়ে সবই তার চলে .... শারিরীক লান্ছনা "..." আপুকে সহ্য করতে নাকি হয়ই নাই!!! মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে যখন শ্বাশুড়িকে বলল, তার উত্তর, "এত বছরে যা পারনাই, আর কেন উচ্চবাচ্য কর? আর তোমার চিন্তা কিসে, ওতো আর ঘরে আনছে না বিয়ে করে? শান্ত থাক, তোমারও মেয়ে আছে, ওর চিন্তা কর"। বাচচাদের নিয়ে বাড়ী ছেড়ে দিল, দু'তিনমাস কথাবার্তা ভাসল অনেক বাতাসে। কিন্তু এখন আবারও শুনি, যাপন করছে উনি জীবন ঐ কীটের সাথে!!! কোনই যুক্তি নাই, কেন বা কিসের জন্য ঐ প্রত্যাবর্তন, কেনই বা ..... সচ্ছল পরিবার, সাপোর্ট, সমাজে নিজ অবস্হান, - সব সবই আছে তার, তবুও কেন, কেন ? অন্ধ ভালোবাসা??!!! কক্ষখন না, ভালোবাসার কোনই ছিটেফোটা নাই এতে নাই কোনই উত্তর নাই এর . . .


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.