আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজঃসরকারের উদ্যোগে বিএনপির সমঝোতা নাকি জোর করে ? খন্দকার দেলোয়ার হোসেন নিখোঁজ নাকি হৃদরোগে হাসপাতালে ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সরকারের উদ্যোগে বিএনপির সমঝোতা নাকি জোর করে ? খন্দকার দেলোয়ার হোসেন নিখোঁজ নাকি হৃদরোগে হাসপাতালে ?? এমন প্রশ্ন উঠেছে এই গভীর রাতে । কিছুক্ষণ পূর্বে বিএনপির স্থায়ী কমিটিতে মান্নান ভূইয়ার ও আশরাফ এর বহিস্কার অনুমোদন করেনি আর নতুন মহাসচিব এর দায়িত্ব পেয়েছে একজন অব , হাফিজ উদ্দিন । আর দেলোয়ার হৃদরোগে অসুস্থ হয়ে হাসপাতালে ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমান । কিন্তু প্রশ্ন উঠেছে নানারকম , যেমন স্হায়ী কমিটির এমন হুট করে মিটিং যদি সংস্কারপন্থী আর খালেদা পন্থি দুদলই উপস্থিত ছিল । ভারপ্রাপ্ত নতুন চেয়ারম্যান সাইফুর রহমানের বাসায় এ মিটিং হয় । আর বিশ্বস্তসূত্রে আজ দুপুর থেকে খন্দকার দেলোয়ার নিখোঁজ বলে জানা যায় । গভীর রাতের খবরে বলা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ।

বিএনপির হৃদরোগ সংক্রান্ত রাজনীতি যদিও নতুন নয় । আর ওদিকে জানা যায় গতকাল রাতে সামরিক সদস্যদের দেলোয়ারের বাসায় দেখা যায় । যা জনমনে সরকার তথা দেশের সামরিক বাহিনীর বিএনপি রক্ষার বা সমঝোতায় সম্পৃক্ত বলে ধারণা জন্মাচ্ছে । তার প্রমান দাবি করে বর্তমান একজন মাননীয় নির্বাচন কমিশনার জনাব ছহুল । তিনি আজই জানান বিএনপির সংবিধান অনুযায়ী যিনি মহাসচিব তিনিই চিঠি পাবেন আর দু একদিনের মাঝেই সমঝোতা হয়ে যাবে বলে আশা করেন ।

যা খুব সহবোধ্য যে বিএনপির এই নতুন রুপায়নে সরকারের সম্পৃক্ততা । আর মান্নান ভুইয়ার এসময়ের কথা বার্ত এবং খালেদা জিয়া থাকবেন উল্লেথ করলে তার রাজনীতি প্রশ্নের সম্মুক্ষীন হয় । রাজনীতি এই নতুন সমীকরণ কিসের ইংগিত করে তা হয়তো ধীরে দীরে পরিস্কার হবে । তবে আর অশুভ তৎপরতা দেখতে দেশবাসী ইচ্ছুক নয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.