ই চ্ছে খা তা
সকাল থেকেই ব্লগের পাতায় রাজাকার, আর আওয়ামী পোস্ট। রাজাকার , জামাতরে গালাগালি করে কেউ পোস্ট দেয়, সেখানে অনেক সমর্থন। সেইটা যাইতে না যাইতেই আবার ২৮ অক্টোবর নিয়া জামাতের পোস্ট, তারা আবার সব দোষ দেয় আওয়ামীনীগরে। এই চলতাছে। কিন্তু কাহিনী হইলো, এতে লাভটা কি?
ভার্চুয়ালি এদের গালাগালি কইরা, মাইরা কোন লাভ নাই।
এইটা হচ্ছে জ্বিনে ধরছে বইলা ঝাড়ু দিয়া পিটানোর মত অবস্থা। দরকার ডাক্তার দেখানো। জামাত, শিবির, রাজাকার ক্যান্সারের মত দেশটার সারা শরীরে ছড়ায়ে পড়তিছে। আর সবাই মিলা খালি ঝাড়ু দিয়া ঝাড়তাছেন।
রাজনীতির বাইরে কিছুই নাই।
আর ঐ জায়গা দিয়াই উইঠা যাইতাছে ওরা। সব রাজনৈতিক দল বিপদে পড়লো, ওরা পড়লো না। ক্যান? ওরা কি সবাই জমজমের পানির মত পবিত্র? আস্তে আস্তে ওরাই কয়দিন পর দেখবেন দেশটারে দখল কইরা নিছে। সব সামরিক শাসকের সাথে ওরা ছিলো, এখনো আছে। এখন তো ভার্চুয়ালি খুব গালাগালি করতাছেন, কয়দিন পর গালি দিলে র্যাব ধইরা নিয়া যাবে, তখন বুঝবেন।
রাস্তায় যখন জামাতিরা, রাজাকারেরা মিছিল কইরা যায়, কয়জন ঠেকাইতে যান? আরিফের বিষয়ে সবার সহানুভুতি থাকলেও, তার গ্রেফতারের প্রতিবাদ খালি ব্লগেই হইছে, প্রকাশ্যে কেউ কিছু কন নাই। এইসব ভার্চুয়াল চিল্লাপাল্লা কইরা কিছু হয় নাই, হবেও না। যা পারেন, সামনা সামনি করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।