দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে
আমি যতটুকু জানি বছরে দেড় লক্ষ টাকার উপর ইনকাম হলে তাকে একটা নির্দিষ্ট অংশ ট্যাক্স হিসাবে সরকারকে পে করতে হয়। অর্থাৎ, কারও মাসিক বেতন সাড়ে বারো হাজারের উপর হলেই তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়।
ইনকামের টাকা থেকে ব্যায়ের প্রতিটি ক্ষেত্রেই আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি। তবে আবার ইনকামের উপর ট্যাক্স কেন? এটা কি ব্যক্তির উপর জুলুম নয়? যদি বছরান্তে সঞ্চয়ের উপর ট্যাক্স নেয়া হত তবুও কথা ছিল।
পক্ষান্তরে, যাকাত ব্যবস্থাপনা ইনকাম ট্যাক্সের পারফেক্ট বিকল্প হতে পারে।
সেখানে, বছরান্তে সঞ্চিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ যাকাত হিসাবে দিতে হয়। যে টাকা পয়সা জমা রাখে না, তার উপর এ দায়িত্ব বর্তায় না। ফলে অলস টাকা পড়ে থাকার সুযোগ নেই। আরও একটা মজার ব্যাপার হচ্ছে, যাকাত আন্দায-অনুমানের উপর দেয়া যায় না। নিজের সম্পদের হিসাব করে এক বছরে যে অর্থ-সম্পদ সঞ্চিত থাকে তার উপর যাকাত দিতে হয়।
ফলে যাকাত দিতে সম্পদের হিসাব রাখা অন্যতম পূর্বশর্ত। যাকাতের অর্থের পুরোটাতেই বঞ্চিতদের হক রয়েছে। অর্থ সম্পদ জমানোর ফলে টাকা পুঞ্জিভূত থাকায়, এটার কোন ব্যবহার হচ্ছে না..... যারা জমাতে পারে না তাদের জন্য লস হচ্ছে। এ কারণে অর্থ আছে বলেই ইসলাম তাকে জমানো পছন্দ করে না। আবার একবারে, এ অধিকার কেড়েও নেয় না।
বরং বলে, জমানোর জন্য যাদের ক্ষতি হয়েছে তাদের পাওনা তুমি ফিরিয়ে দাও।
অমুসলিমদের জন্য যাকাত ফরয নয়, তবে তাদের জিজিয়া দিতে হয়।
এর থেকে চমৎকার ব্যবস্থাপনা কেউ কখনও উপহার দিতে পেরেছে? শুধু আমরা বুঝলেই হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।