এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
গোপাল আজকাল মাঝে মাঝে তার ছেলেকে নিয়ে রাজসভায় যায়।
সেদিনও গিয়েছে। মহারাজ গোপালের ছেলেকে দেখে রসিকতা করার লোভ আর সামলাতে পারলেন। তিনি যেন জানেন না এমনি ভাব করে বললেন, "গোপাল, এটি তোমার কে?"
গোপাল বলল, "মহারাজ, মনে হচ্ছে আপনি একে পূর্বে কখনো দেখেননি, এটি আমার ছেলে। "
মহারাজ একটু হেসে বললেন, "সে কী গোপাল! এ যে অনেকটা আমার মতো দেখতে হয়েছে?"
গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিল, "হবে না কেন মহারাজ? নরাণাং মাতুলঃ ক্রমঃ। " একথা শুনে মহারাজের মুখের কথা ফুরিয়ে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।