আসুন আমরা ভন্ডমুক্ত সমাজ গড়ি। ভন্ডরা বন্ধু হলেও পরিত্যাজ্য। এরা সমাজের বিষাক্ত কীট্!
আমি এক ভন্ড মিথ্যাবাদীর লেখা পোফতামি নিয়ে পোষ্টে কমেন্টস করেছিলাম। তাই সে আমাকে ব্যান কইরা রাখছে। এর আগেও করেছিলো ,আবার খুলেও দিয়েছিলো।
তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনি আমায় ব্যান করলেন কেন? সে বলল সে করে নাই, এটা এডমিন করছে। যাই হোক আমি ব্যাপারটা ভুলে গেলাম। আজকে সে আবার পোফতামি নিয়ে পোষ্ট ছেড়েছে। আবার আমার তীর্যক মন্তব্য। আমি আবার ব্যান।
তবে কি এবারও এডমিন করেছে?
এডমিন কেন করবে? আমার চেয়েও তো তীব্র মন্তব্য ওখানে আছে।
সে এতই লজ্জাহীন যে , মানুষ তাকে এত এত বাজে কমেন্টস করার পরেও ৪-৫ বার এ নিয়ে লেখা ছেড়েছে। ইভেন, এডমিন তার পোষ্ট ডিলেট করার পরেও সে বিভিন্ন ছলে তার কু-কর্ম নিয়ে লিখার চেষ্টা করেছে।
আসলে আমার মনে হয় এই পোফতা সমালোচনা সহ্য করতে পারে না। সে মিথ্যাবাদি।
সে ভন্ড। কেউ কেউ তো বলে সে ব্লগে অস্থিরতা ছড়ানোর জন্য এ সব করছে। আমরা এ সব মানসিক রোগীদের কাছ থেকে মুক্তি চাই। পরিশেষে এই গে কে বলব-"গেট দা হেল আউট অফ হিয়ার, ইউ ব্লাডি পোফতা। "
আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, এ ধরনের ব্যাক্তি আক্রমন করার জন্য।
এটা আমার ইথিকস বিরোধী। কিন্তু মাঝে মধ্যে সমাজের ভালোর স্বার্থে ইথিকস যদি একটু ব্রেক করতেও হয় ,আমি তাকে ভালোই বলব।
এটাকে আমি ফ্লাডিং বলেও মনে করি। সবাই আমায় ক্ষমা করবেন। আমি বগার(বখাটে+ ব্লগার) ও পোফতা মুক্ত ব্লগ চাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।