ধুলো থেকে আগমন আবার ধুলোতেই প্রত্যাবর্তন
টু
সামহয়ারইন ব্লগ বাসি,
ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ.সামহয়ারইনব্লগ.নেট।
বিষয়: মনের সুখে কমেন্ট করার জন্য এই পোষ্ট ব্যাবহারের অনুরোধ!
জনাব,
এতদ্বারা সকলকে জানানো যাইতেছে যে, যারা পোষ্ট বহির্ভূত অথবা ব্যাক্তি আক্রমন মূলক অথবা অন্য কোনো প্রসংগ নিয়ে আলোচানা করিতে আগ্রহী তাহাদের জন্য আমি এই পোষ্ট খুলিয়াছি। এবং সবাইকে অনুরোধ করিতেছি- যার যত না বলা কথা , অপ্রকাশিত কমেন্ট এবং পোষ্টের বিষয় বিবর্জীত যত কথা আছে সব এইখানে প্রকাশ করা হউক। পোষ্টের বাইরে অন্য হাজার প্রশ্ন এবং কমেন্টের জবাব দিতে বড়ই ত্যাক্ত বিরক্ত হই! আমার এই পোষ্ট খানা সকল ব্লগারের জন্যই উন্মুক্ত রইল। যখনই মনে কোনো প্রশ্নের উদ্রেক হইবে সাথে সাথে দৌড়াইয়া আসিয়া এইখানে ঢালিয়া যাইবেন।
পোষ্টের সাথে সংশ্লিষ্টতা না থাকিলেও তাহা বিবেচ্য হইবে।
অতএব, বিনীত নিবেদন এইযে, সকলে যেকোন ধরণের মন্তব্য করিবার জন্য এই পোষ্ট খানা ব্যাবহার করিয়া কৃতার্থ করিবেন।
বিনীত,
আপনাদেরই স্নেহের চতুরভূজ।
পুনশ্চ: বন্ধু অথবা শত্রু যাহারাই চতুরভূজকে এইকয়দিন মিস করিয়াছেন তাহাদের সবাইকে ভালবাসা। আর সবাইকে সালাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।