আমাদের কথা খুঁজে নিন

   

মুহাম্মদী মানবাধীকারঃ মার্কিনিদের শান্তি মিশন ও এক উলঙ্গ নারীর গল্প।শেষ পর্ব

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।

প্রতম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব অপপ্রচার আর কাকে বলে। এ জন্য যারাই রাসূল সম্পর্কে জানতে চান,তার সীরাত বা জিবনী দেখুন সীরাতুন্নবীর উপর লেখা ভাল বই বাজারে পাওয়া যায়। তবে বাংলা ভাষায় সীরাতের উপর নির্ভরযোগ্য ও সবচেয়ে বেশী বই প্রকাশ করেছে মদিনা পাবলিকিশন্স। শুধু ইহুদিদের লিখা বই পড়ে লাফালাফি করবেন না।

তাই সীরাতুন্নবির উপর লেখা বই পড়লে আপনার ভ্রান্ত ধারনা দুর হয়ে যাবে। যত ধরনের নেতিবাচক বিষয় আপনার মাথায় ঘুরঘুর করছে আশা করি দুর হয়ে যাবে। তবে তারা বাধে যারা জেনে ও না জানার ভান করে। এবং এরা কিন্তু সবসময় এই ফিতনা সৃষ্টি করে যাবে। তো সর্ব শেষ সেই উলঙ্গ নারীর গল্পটি বলি।

তা কিন্তু বাস্তব। আমাকে এক ভাই বলেছে। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের । সে ভাই একদিন খুব সকালে তার বাসায় যাচ্ছিল। সেই পথের পাশে ছিল গরিব হিন্দুদের এক বস্তি।

সে দেখল রাস্তার এক পাশে সম্পূর্ন উলঙ্গ হয়ে এক মহিলা পায়খানা করতেছে। তখন মহিলাটি সেই পথিককে বলল, ম্যা এদারে টাট্টি কররাহিহো আপ কেয়্যা দেখ রাহাহে। আপ কা পাছ কেয়্যা শরম নেয়ি আতি। তার মানে হল আমি এখানে পায়খানা করিতেছি আর আপনি কি দেখতেছেন। আপনার কি শরম নাই।

আসলেই শরম পথিক তো। কিন্তু যে পথিকের পথে সম্পূর্ন উলঙ্গ হয়ে পায়খানা করছে তার শরম নাই। এই হলো আমাদের অবস্হা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.