সুখি হওয়ার সবচেয়ে সহজ উপায় বিবেক হীন হওয়া।
পোশাক শ্রমিকরা আসলেই অনেক নিরীহ আর সহজ সরল। জীবনের কাছে তাদের বেশি কিছু চাওয়ার নেই, শুধু একটু ভাল থাকা আর একটু ভাল খাওয়া ......ব্যস এইতো। আজ জরুরি কাজে সকালে ঢাকা যেতে হয়েছে। কিন্তু কর্মস্থল সাভার থেকে রওনা হওয়ার মুহূর্তে খবর পেলাম পোশাক শ্রমিকরা উলাইল আর আশুলিয়া এলাকায় বিক্ষুব্দ হয়ে রাস্তায় নেমে এসেছে।
এখন উপায়? অনেক চিন্তা ভাবনা করে আশুলিয়া হয়ে ঢাকায় যাবার সিদ্ধান্ত নিলাম। কারন উলাইল এলাকার পরিস্থিতি বেশি ঘোলাটে মনে হয়েছে।
ভাল মতই ঢাকার উদ্দেশ্যে এগিয়ে চলছিল আমার গাড়ি। কিন্তু আনোয়ার জং সড়ক ধরে দোসাইদ পার হওয়ার পর একদল গার্মেন্টস কর্মীর প্রতিরোধের মুখোমুখি হলাম। আমার গাড়ির সামনে তারা ব্যারিকেড ফেলে দিল।
আমি বিচলিত না হয়ে তাদের উদ্দেশ্যে আমার সেই বিখ্যাতমন ভুলানো হাসি ছুড়ে দিলাম !!!!!!!!
বরাবরের মত কাজে লেগে গেল আমার সেরা অস্ত্র টি । ওদের মধ্যে লিডার গোছের একজন বলে উঠল - স্যার কে যেতে দে। সাথে সাথে আমার সামনে থেকে সরে গেল ব্যারিকেড আর ভুস করে বের হয়ে গেল আমার গাড়ি। মনে মনে হাফ ছেড়ে বাঁচলাম । ভাবলাম - এরা কত্ত সহজ সরল।
একটা মিষ্টি হাসি দিয়েই তাদের মন জয় করা যায়। কে জানে , হয়ত তাদের এ সরলতার সুযোগেই ভ্যাম্পায়ার রুপী মালিকেরা শুষে নিচ্ছে তাদের শরীর থেকে শেষ রক্ত বিন্দু। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।