আমাদের কথা খুঁজে নিন

   

সামুর প্রথম ব্লগিয় অ্যাওয়ার্ড পোস্টঃ পুরস্কারপ্রাপ্ত দেশের খ্যাতনামা চারজন সহ একজন ব্লগার

I deem them mad because they think my days have a price... কাজের স্বীকৃতি যদি কেউ না পায় তবে ধরে নেন সৃষ্টিশীলতা অঙ্কুরেই মরে যাবে। যুগে যুগে কিছু মানুষের ত্যাগ তিতিক্ষা আর পরিশ্রমের ফলের কারনেই আমাদের আজকের এই সভ্যতা দাঁড়াতে পেরেছে। আমাদের দেশেও এইরকম কিছু মানুষ রয়েছে যারা তাদের নিজেদের প্রতিভার বলে দেশকে প্রতিনিয়তই সমৃদ্ধ করছে,অথচ আমার ধারনা এই মানুষগুলো তাদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি একেবারেই পায়না বললেই চলে। অবশেষে এবার তাদের স্বীকৃতি পাওয়ার পালা...... (এখানে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে কিছু অসাধারন মানুষ যাদের অবদান আমরা কখনো ভুলবনা তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করা হবে,তবে এটিই শেষ নয়,যে কেউ যে কোন শাখায় নিজেদের পছন্দের কথা জানাতে পারবেন কিংবা এদের চেয়েও যোগ্য কোন ব্যাক্তির কথা বলতে পারবেন) ১। সংগীতঃ গান আমাদের রক্তে রক্তে মিশে আছে।

সেই রবীন্দ্রনাথ,নজরুল থেকে শুরু করে হাছন লালনের জন্মভুমি কিন্তু এই বাংলাতেই। কিন্তু অদ্ভুত ভাবে বাংলাদেশের সংগীতজগতে একটা বিশাল শূন্যতা বিরাজ করছিল কিছু দিন আগ পর্যন্ত। ওই সময়টাই কেউ হয়তো পুরনো গান রিমেক করে যাচ্ছিল আর কেউ গানের নামে যে অখাদ্য গলা দিয়ে বের করছিল তা বাঙ্গালীর পক্ষে হজম করা খুবই কঠিন ছিল। কিন্তু এক্ষেত্রে একেবারেই ব্যাতিক্রম হল ইভা রহমান,বাংলা আধুনিক সঙ্গিতের দিকপাল। কোকিলাকণ্ঠী এই শিল্পীর গানে বাঙ্গালী আবার নিজেকে ফিরে পায়।

এই কথার রেফারেন্স হিসেবে একটি এটিএন বাংলা নামক টিভি চ্যানেলের কথা বলছি যারা এই জীবন্ত কিংবদন্তীকে নিজেদের ফ্রেমে আঁটকে রাখার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। তাদের এই প্রচেষ্টা কে সাধুবাদ জানাই। ২। খেলাধুলাঃ কারো কারো এই ব্যাপারে দ্বিমত থাকতে পারে কিন্তু আমার কাছে বাংলাদেশের খেলাধুলায় যে নামটি সবার আগে আসবে সেটি আশরাফুল। নিন্দুকেরা হয়তো এই কথার বিরোধিতা করবে কিন্তু তাদের কথায় কান দিলে কি আর চলে??বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা যেখানে এই ছেলের মধ্যে প্রতিভার খনি উপচিয়ে পড়তে দেখে সেখানে আমি আর আপনি কে??আপনি হয়তো বলবেন ভাই আশরাফুল নিজে জানে তো তার মধ্যে এত প্রতিভা গুরাক্রিমির মত মিছিল করে অথবা কইরে ভাই প্রতিভা তো কখনো জইলা উঠতে দেখলাম না।

আপনাদের বলে রাখি যেদিন আশরাফুল তার সুপ্তপ্রতিভা জ্বালাইয়া দিবে সেইদিন এইসব কথা বলার জন্য আপনাদের পস্তাতে হবে আজীবন। অতএব ঠিক হয়ে যান আর এই মহান সুপ্তপ্রতিভারে মাইনে নেন। ৩। রাজনীতিঃ ১/১১ এর পরে বাংলাদেশের রাজনীতিতে যে ম্যাড়ম্যাড়ে ভাব চলছিল তার অবসান কার হাতে হয়েছিল বলতে পারেন?কার জন্য বাংলাদেশের মানুষ গুলো আবার চায়ের দোকানে গল্প করার খোরাক পেল??ভেবে দেখেছেন কখনো??যদি দেখেন তাহলে আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন যে তিনি সাহারা খাতুন,আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের কিছু অপ্রীতিকর ঘটনাকে দেখিয়ে যখন কিছু দেশবিরোধী মানুষ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তখন ই সাহারা খাতুন এইসব ঘটনার স্বরূপ উদ্ভাবন করেছিলেন খুব ভালভাবে এবং দেশের মানুষকে বুজিয়েছিলেন যে আসলে এগুলো স্রেফ বিচ্ছিন্ন ঘটনা,টেনশনের কিছু নাই।

সম্প্রতি পৃথিবীতে আর কোন নেতা নেত্রী নিজের দেশের মানুষরে টেনশনমুক্ত রাখার জন্য এতটা উদ্ভিঘ্ন হইতে দেখছেন?? ৪। চলচিত্রঃ ঘরে ঘরে হিন্দি সিরিয়াল আর হিন্দি মুভির আগ্রাসনে বাংলা মুভি যখন মৃতপ্রায় তখন বাংলা মুভিকে যে দেবদূত এসে রক্ষা করেছিলেন বলে শোনা যায় তিনি নব-নায়করাজ সাকিব খান। অবশ্য এই মহান নায়ক নিজেকে নাম্বার ওয়ান শাকিব খান বলতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করেন। করবেন ই বা না কেন??তার মুভিতেই যে একমাত্র প্রচলিত ধারার বাইরে গিয়ে মুভির কাহিনী নির্মিত হচ্ছে। এইতো সেদিন শাকিব খানের এক মুভির ক্লিপসে দেখলাম তিনি ওই মুভিতে বুয়েট থেকে পাশ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েছেন।

অনেকে বলবেন যে বুয়েট থেকে কিভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার কেম্নে হওয়া সম্ভব। তাদের সাথে আমিও একমত। কিন্তু ভাই কথাতো এইখানেই। সে তো অসম্ভবরে সম্ভব করছে। কে কবে এইরকম নিয়মের বাইরে যাওয়ার সাহস করেছেন,বলেন তো?? ৫।

ব্লগঃ ভাল পোস্টের অভাবে সামু নামক একটি ব্লগ নাকি এখন প্রায় মৃত অবস্থায় রয়েছে বলে অভিযোগ শোনা যায় ব্লগারদের কাছ থেকে। একে নাকি লাইফসাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। ব্লগার রা এখন আগের মত উৎসাহ পান না এমনটাও শোনা যায়। তবে সামুর প্রথম পাতায় যখন রাশেদ ভাইয়ার পোস্ট তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ঈদের ট্রেনের টিকিট কাটার আগে যেরকম লাইন পরে যায় তেমনি রাশেদ ভাইয়ের পোস্টে ঢুকার জন্যও হিড়িক পরে যায়।

রাশেদ ভাই তার পোস্টে যেভাবে সহজ হাস্যরসাত্মক জিনিসগুলোর অবতারনা করেন তা সামুর ব্লগারদের এখনো ব্লগে আসতে প্রেরনা দেয়। ব্যাক্তিগতভাবে আমি নিজেও সামুর ফ্লাডিং,হেল্পান আর টাকা ইনকাম করে কোটিপতি এই টাইপের পোস্ট দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন রাশেদ ভাই এর পোস্টেই কিছুটা মজা আর বিনুদুন খুজে পেয়েছিলাম। বিঃদ্রঃ পোস্টের উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। দেশ,রাজনীতি,খেলাধুলা আর সবশেষে এই ব্লগ এই সবকিছুর যে ভঙ্গুর অবস্থা তাতে কিছুটা ক্ষোভ থেকে পোস্ট আসতে পারে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.