আমাদের কথা খুঁজে নিন

   

কে সেরা- বঙ্গবন্ধু নাকি শহীদ জিয়া?

আসুন আমরা ভন্ডমুক্ত সমাজ গড়ি। ভন্ডরা বন্ধু হলেও পরিত্যাজ্য। এরা সমাজের বিষাক্ত কীট্!

একটা ব্যাপারে আমরা ভুলে যাই যে,বঙ্গবন্ধু বাংলাদেশরে স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা। তিনিই স্বাধীনতার প্রধান সংগঠক। তিনিই জাতির জনক।

তবে তিনি প্রশাসক হিসাবে ব্যার্থ। সেনা অভিযানে পরিবার-পরিজনসহ নির্মমভাবে প্রান দেওয়া একজনক প্রেসিডেন্ট। আবার শহীদ জিয়ার কথা ধরুন। উনি সাধারন একজন মেজর হিসাবে যে সাহস দেখিয়েছেন তা অতুলনীয়। তখন চাঁটগায়ের আ লীগের নেতারা ছিল,তারা কেন পারলো না স্বাধীনতার ঘোষনা দিতে?শুনেছি হান্নান সাহেব দিয়েছিলেন।

তো তিনি দেবার পরেও,আওয়ামিলীগের নেতারা একজন সাধারন মেজরকে দিয়ে ঘোষনাপত্র আবার পাঠ করালেন?ঐ সময় তো মেজর জিয়ার চেয়ে বড় পদমর্যাদার বা সমমর্যাদার আর্মি অফিসার আরো ছিলেন। কই তারা তো পারলেন না। মেজর জিয়া কিভাবে পারলেন ? তার মানে আমরা ধরে নিতে পারি যে ,সে ছিল সামথিং স্পেশাল। যুদ্ধের সময় তিনিই প্রথম ব্রিগেড গঠন করেছিলেন। তারপর দেশ স্বাধীন হলো।

আমরা কি দেখলাম? জিয়াউর রহমানের আগে ,শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান করা হলো। তখন শফিউল্লাহ সাহেব,বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন,এটা কি ঠিক হলো? তিনি বলেছিলেন, জিয়া তো আমার চেয়ে সিনিয়র ক্যাডেট। তখন বঙ্গবন্ধু বলেছিলেন , শফি তুমি বুঝবেনা। এটা রাজনিতি। তো সেনা বাহিনীর চেইন অব কমান্ড কিন্তু তখনই ভাঙ্গা হয়েছিলো।

যাই হোক বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তিনি প্রেসিডেন্ট হলেন এবং চমত্কার একজন জনপ্রিয় নেতা হিসাবে নিজেকে মেলে ধরলেন। এরপর এক ক্যুতে তিনি মারা যাবার পরে, শুনেছি ঘরে ঘরে নাকি মানুষের কান্নার রোল পড়েছিল। যেখানে বঙ্গবন্ধু মারা যাবার ফলে, মানুষ নাকি মিষ্টি বিতরন করেছিলেন। আমরা আসলে কাউকে কারো সাথে তুলনা করতে পারি না। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে সেরা।

বঙ্গবন্ধু যেমন বাংলাদেশের অবিসংবাধিত নেতা, তেমনি জিয়া স্বাধিনতার ঘোষক। আমরা যদি বঙ্গবন্ধুকে মাওলান ভাসানী, এ কে এম ফজলুল হক, সোহরাওয়ার্দীর সাথে তুলনা করি তা হলে কি সেই তুলনা হয়? না হয় না। তারা তিনজনই ছিলেন তার রাজনৈতিক গুরু ও সিনিয়র। তারা যখন পার্টি লীডার ,বঙ্গবন্ধু তখন একজন উঠতি নেতা মাত্র। অথচ তিনিই তার কর্মকান্ড ও রাজনৈতিক প্রঙা দ্বারা বাংলার অবিসংবাধিত নেতা হয়ে উঠলেন।

তার কথায় কোটি কোটি মানুষ স্বাধীনতা আন্দোলনে ঝাপিয়ে পড়ল। সূতরাং আমরা যারা এখন বঙ্গবন্ধু ও শহীদ জিয়াকে নিয়া চিল্লাইয়া গলা ফাটাই, তাদেরকে বলছি- আসুন এই অসূস্থ প্রতিযোগীতা বাদ দেই। তাদের নিয়া ঘাটাঘাটি না করে ,দেশের কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে ঘাটাঘাটি করি। আর তাদের দুজনকেই নেতা হিসাবে মেনে নেই। কারন এটাই বাস্তবতা।

বাস্তবতা চোখ বুঝে না মানার ভান করে কোন লাভ নেই। বাংলাদেশের অর্ধেক মানুষের নেতা বঙ্গবন্ধু ও বাকি অর্ধেকের ণেতা শহীদ জিয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।