আমাদের কথা খুঁজে নিন

   

নেইমারে উদ্ভাসিত ব্রাজিল

খুব কম সময়ই এমন গোল দেখার সুযোগ হয় ফুটবল ভক্তদের। নেইমার মাঝ মাঠ থেকে বল নিয়ে সামনে এগিয়ে গেলেন। পর্তুগাল ডিফেন্স বলে কিছু আছে, এমনটি মনে হলো না। পুরো পর্তুগিজ রক্ষণভাগের অস্তিত্ব অস্বীকার করে নেইমার বাম প্রান্ত দিয়ে আক্রমণে গেলেন এবং একক নৈপুণ্যে ব্রাজিলকে উপহার দিলেন চমৎকার এক গোল। নেইমারের এই গোলটাই ব্রাজিলকে ২-১ গোলে এগিয়ে দেয়।

ম্যাচ শেষে পর্তুগালের বিপক্ষে ব্রাজিলের ৩-১ ব্যবধানের জয়ে নেইমারের এই গোলটার গুরুত্ব ছিল অনেক। ম্যাসাচুসেটসের জিলেত্তি স্টেডিয়ামে গতকাল সকালে রোনালদোহীন পর্তুগালকে এক রকম উড়িয়েই দিল ব্রাজিল! প্রীতিম্যাচে ল্যাটিনদের বিপক্ষে আরও একবার ব্যর্থ প্রমাণিত হয়েছে স্পেন। গত মঙ্গলবার স্প্যানিয়ার্ডরা চিলির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে। বার বার পিছিয়ে পড়লেও সোলদাদো এবং নাভাসের গোলে শেষ পর্যন্ত পরাজয় থেকে বেঁচে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের সঙ্গে ম্যাচে গোলের সূচনা করেছিল পর্তুগালই।

১৮ মিনিটেই রাউল মেয়ারলেসের গোল এগিয়ে দিয়েছিল পর্তুগিজদের। অধিনায়ক থিয়াগো সিলভা অবশ্য ২৪ মিনিটেই ব্যবধান দূর করেন। ৩৪ মিনিটে নেইমার এবং ৪৯ মিনিটে হুয়াও সিলভার গোল সিলেকাওদের জয় এনে দেয়। ফলাফলের চেয়েও কোচ স্কলারির কাছে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি ছিল। ইউরোপের শ্রেষ্ঠ একটি দলের বিপক্ষে শিষ্যদের পরখ করার প্রয়োজন ছিল স্কলারির।

ফিফা কনফেডারেশনস কাপে এমন পরখ তিনি বেশ কয়েকবারই করার সুযোগ পেয়েছেন। কিন্তু মাঝে মধ্যে এই ধারাটা ধরে রাখতে না পারলে বিশ্বকাপে হোঁচট খাওয়ার ভয় তো রয়েছেই। স্কলারি পর্তুগালের বিপক্ষে সুযোগটা ঠিকভাবেই কাজে লাগালেন। ডিফেন্স নিয়ে ব্রাজিলের সমস্যা নেই বললেই চলে। ডেভিড লুইজ, অধিনায়ক থিয়াগো সিলভা, মাইকন, ম্যাঙ্ওয়েলরা ছাড়াও রয়েছেন দানি আলভেজ এবং হেনরিক।

কিন্তু মিডফিল্ড বেশ কিছু উলট-পালট করেছেন স্কলারি। পর্তুগালের বিপক্ষে পলিনহো, বার্নার্ড, রামিরেস এমনকি নেইমারকে পর্যন্ত মাঠ থেকে উঠিয়ে নিয়েছেন তিনি। নামিয়েছেন হারন্যানস, লুকাস এবং ওসকারকে। শ্রেষ্ঠ অস্ত্র বাছাই করার সময় এখনই। ব্রাজিলের বিশ্বকাপ আয়োজনে কোনো ঘাটতি থাকলেও স্কলারি বিশ্বকাপ জয়ের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না।

পর্তুগালের বিপক্ষে ব্রাজিলের এই বড়-সড় জয়টা হয়ত তারই একটা জ্বলন্ত প্রমাণ!

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।