আমাদের কথা খুঁজে নিন

   

কি লেখা যায়??// একটু মজার জোক্স লিখছি।

আমি আসলেই শিরোনামহীন... কারন প্রতিটা ব্লগ লিখতে গেলেই আমি আর কোন শিরোনাম খুজে পাই না। । ।

আমি এই ব্লগের এমন একজন ব্লগার যাকে মনে হয় না ঠিকমত কেউ চিনে। আরে ভাই, চিন্তে হলেতো বেশি বেশি ব্লগিং করতে হয় কিন্তু আমি ত খুব আইলশা।

যাই হোক আজকে খুব ব্লগ করতে ইচ্ছা করতেছিলো তাই একটা জোকস লিখলাম। হয়তো এতা কেউ শুনে থাকবেন, তাদের তাইলে আর এটা পড়ার দরকার নাই। এটা তাদের জন্য যারা শুনে নাই। ----- ------- তিন বন্ধু যাদের মধ্যে একজন আমেরিকান, একজন ব্রিটিশ আর একজন বাঙ্গালি । তো সবাই মিলে তারা ঠিক করল তারা হেলিকপ্টার চালানো শিখবে।

গেল তারা একটা ফ্লাইং ক্লাবে। প্রথমে শুরু করল আমেরিকান বন্ধুটা। সে ভালোই উড়ল কিন্তু বেশি কেরামতি দেখাইতে পারল না। এরপর গেল ব্রিটিশ বন্ধু। সে ও আমেরিকান বন্ধুর মত চালাল।

হেলিকপ্টার নিয়ে প্রায় মেঘের কাছাকাছিই গেল। এরপর বাঙ্গালি বন্ধুর পালা। দেখা গেল সে তার বাকি ২ বন্ধুর থেকে অনেক ভাল চালাতে পারে, শুধু তাই না সে করল কি হেলিকপ্টারটিকে একেবারে মেঘের ওপারে নিয়ে গেল। হটাৎ সবাই দেখল কি বাঙ্গালি বন্ধুটি তার হেলিকপ্টারটি নিয়ে খালে পড়ে গেল। যাই হোক সে তো তখন আহত, তাই হাস্পাতালে নিয়ে যাওয়া হল।

হাসপাতালে নেয়ার পর তার বন্ধুরা তাকে প্রশ্ন করল- " কি ব্যাপার দোস্ত, তুই তো ভালোই চালাচ্ছিলি। হটাৎ ... এই??" তো বাঙ্গালি বন্ধুটি জবাব দিল- "দোস্ত, মেঘের ওইপার পর্যন্ত তো ভালই গেলাম, হটাৎ খেয়াল হল আমার খুব ঠান্ডা লাগতেছে। এইসময় কি মনে হইল উপরে তাকিয়ে দেখি বিশাল এক ফ্যান চলতেছে। একে তো ঠান্ডা তার উপর এত বড় ফ্যান চলতেছে, তো দিলাম ফ্যানটা বন্ধ করে। তারপর তো দোস্ আর কিছু মনে নাই, দেখি আমি খালে......"



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.