লোকে বলে স্বপ্ন জোছনা বিহার, জোছনা কনা রাত্রি উজাড় ! আমি বলি এ বেলা চৈত্র বিহার, স্বপ্নে ছুরি চোখে আঁধার ! মুভি বা সিনেমা দেখা আমার অন্যতম প্রিয় একটা কাজ। একসময় মুভি দেখতাম শখে বা শুধুমাত্র সময় কাটানোর জন্যে। কিন্তু এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে। এখনও যে সময় কাটানোর জন্যে মুভি দেখিনা তা'না। কিন্তু এখন সময় না পেলেও মুভি দেখার জন্যে সময় বের করে নিয়ে মুভি দেখি।
মুভির বিষয়ে আমি সর্বভুক। তবে একশন আর বিদঘুটে টাইপের হরর মানে জম্বি টাইপ মুভি গুলো বিরক্তই লাগে। আমার সবচেয়ে প্রিয় জেনার হচ্ছে ড্রামা।
এই লেখাটা লিখতে বসার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার খুব প্রিয় পাঁচটি মুভি নিয়ে কিছু বলা। তবে তার আগে আরও কিছু কথা যা না বললেই নয়।
আমি এটা মানি যে সেরা মুভি আর আমার প্রিয় মুভি এক কথা না। কোন মুভি গুলো সেরা সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে কিছু মুভি আছে যেগুলো একদম আমার হৃদয়ের কাছাকাছি রয়েছে।
আমি একজন মুভি খাদক। প্রায় সব ধরনের মুভিই আমি দেখি।
এবং এজন্য আমি বেশ গর্ব বোধ করি যে বেশিরভাগ বিখ্যাত মুভি আমি দেখেছি! আমি যে মুভি একজন মুভি সমঝদার এমনটা আমি কখনই বলবনা। একেকটা মুভি দেখার পর আমার ভেতর একেকরকম অনুভূতি তৈরি হয়। যা আমার পক্ষে কাউকে বোঝানো সম্ভব না। অনেক সময় অনুভূতি গুলো আমি নিজেও বুঝিনা। আর তাই সেটা বোঝানোর চেষ্টাও করবনা।
এবার আসি আমার প্রিয় মুভি গুলোর কথায়। আমার মতে আমার দেখা শ্রেষ্ঠতম মুভি The Godfather
Marlon Brando আর Al Pacino কে দেখে আমি বুঝেছি অভিনয় কি জিনিস!
Pulp Fiction দেখার পর একধরনের আশ্চর্য ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। আমি আজও বলতে পারিনা এই মুভিটা এতো ভালো লাগে কেন?
A Clockwork Orange বা 2001: A Space Odyssey বা কুবরিকের যেকোনো মুভি আমাকে ঘণ্টার পর ঘণ্টা ভাবতে বাধ্য করে।
কিন্তু এই মুভি গুলোর চাইতেও আমার খুব প্রিয় কিছু মুভি আছে, যেগুলো হয়তো শ্রেষ্ঠতম মুভির তালিকাতে পড়বেনা কিন্তু আমার হৃদয়ের খুব কাছাকাছি অবস্থান করছে।
আমি আবারো বলছি সেরা মুভি বাছাই করা আমার পক্ষে সম্ভব নয়।
আমি শুধু আমার খুব প্রিয় কিছু মুভির কথা বলব।
আমি যে খুব বেশি কিছু বলতে পারবো এমনটা নয়। এবং আমি মুভি রিভিউও লিখছিনা। আমি শুধু মুভি গুলো নিয়ে আমার ভালো লাগার কথা বলব।
প্রথমেই-
Forrest Gump (1994)
Forrest Gump মুভির সাধাসিধে Forrest Gump আমার খুব প্রিয় একজন মানুষ।
বোকা Forrest Gump কখনোই জীবনের কাছে কিছু চায়নি। কিন্তু পেয়েছিল সব। আবার অজান্তেই হারিয়েও ফেলেছিল সবকিছু। ভালোবাসা কি না বুঝেই প্রচণ্ড রকম ভাবে ভালবেসেছিল একজনকে। বন্ধুত্ব কি না বুঝেই বন্ধুকে দেয়া কথা রাখার জন্যে সব করেছিল।
তার মা তাকে সবসময় বলতো- "Life was like a box of chocolates. You never know what you're going to get.-এবং তার কাছে জীবনের মানে ছিল তাই! আসলেই কি সেটা নয়? জীবন তো এক বক্স চকলেটের মতই। একটার পর একটা কি আসবে বা কি ঘটবে আমাদের জীবনে আমরা কি সেটা জানি???
এই মুভিতে Tom Hanks এর অভিনয় আমাকে এতো বেশি প্রভাবিত করেছে যে সেটা বলে বোঝানো সম্ভব নয়। শুধুমাত্র এই মুভির জন্যেই আমার সবচেয়ে প্রিয় অভিনেতা Tom Hanks.
এমন নয় যে অন্য মুভিতে তাকে আমার ভালো লাগেনি, কিন্তু এই মুভির মাধ্যমে Tom Hanks আমার মনে চিরস্থায়ী ভাবে জায়গা করে নিয়েছেন।
IMDB তে Forrest Gump এর অবস্থান ১৮ তম এবং রেটিং- ৮.৭
The Shawshank Redemption (1994)
The Shawshank Redemption খুব সাধারন গল্পের এই মুভিটি যে শুধু আমার প্রিয় তা নয়। অনেক মানুষের প্রিয় এই মুভিটি স্বপ্ন দেখতে সাহস যোগায়।
এটি Andy Dufresne নামক একজন মানুষের গল্প, যে তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিককে খুন করার অপরাধে জেল খাটছে। এটি Red নামক একজনের গল্প যে তরুন বয়সে খুন করে জেলে এসেছে ।
আমি মুভির গল্পের দিকে জাচ্ছিনা। শুধু এটুকু বলবো এই মুভিটি আমাকে আশা করতে বলে, বলে স্বপ্ন দেখতে।
মুভির শেষে Red এর বলা কথা গুলো আমাকে একটা ঘোরের মধ্যে নিয়ে যায়।
সবচেয়ে প্রিয় লাইনটি- " I Hope the Pacific is as blue as it has been in my dreams. I Hope.........."
Morgan Freeman এবং Tim Robbins অসাধারণ অভিনয় করেছেন। বিশেষ করে পুরো মুভিতে Morgan Freeman এর বর্ণনা অসাধারণ লাগে।
IMDB তে অবস্থান ১ এবং রেটিং- ৯.৩ .
সবশেষে একটা কথা - "GET BUSY LIVIN', OR GET BUSY DYIN'."
It's a Wonderful Life (1946)
কখনও কি ভেবে দেখেছেন, যদি আপনি না থাকতেন তাহলে আপনার চারপাশের জগতটা কেমন হত? অথবা যে মানুষ গুলোকে আপনি ঘিরে আছেন বা যারা আপনাকে ঘিরে রয়েছে তাদের জীবনটা কেমন হত, যদি পৃথিবীতে আপনার অস্তিত্বই না থাকতো!
It's a Wonderful Life অদ্ভুত সুন্দর এক মুভি। যা আপনার জীবনটাকে বা আপনার নিজেকে আপনার কাছে নতুন করে চেনাবে। দুঃখ, কষ্ট, হতাশা এ সবকিছুর পরও জীবনটা কতইনা সুন্দর!
অসম্ভব প্রিয় এই মুভির প্রধান চরিত্র George Bailey র ভুমিকায় অভিনয় করেছেন James Stewart
মুভিটি মূলত একজন খুব সাধারন মানুষ George Bailey র গল্প।
এই মুভিটি আপনাকে অনুপ্রেরণা যোগাবে বেঁচে থাকতে, শত দুঃখ কষ্টের মাঝেও প্রিয় মানুষগুলোর জন্যে পথ চলতে।
IMDB তে অবস্থান ৩০ এবং রেটিং - ৮.৭
One Flew Over the Cuckoo's Nest (1975)
McMurphy একজন অদ্ভুত মানুষ। চিকিৎসা নিতে তাকে মানসিক হাসপাতালে আসতে হয় কিন্তু সে অন্য সব রোগীদের থেকে সব দিক দিয়েই আলাদা। এখানে তাকে মূলত পাঠানো হয় তার কিছু অপরাধের কারনে। শুরু হয় তার মানসিক হাসপাতালের জীবন।
সেখানে সে দেখতে পায় বিভিন্ন অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা। বাধা দিতে গিয়ে পেতে হয় শাস্তি। শুরু থেকেই সে সব ধরনের নিয়ম ভাঙতে থাকে যার ফলে সেচ্ছাচারি Nurse Ratched এর চক্ষুশূল এ পরিণত হয় সে। একসময় সে সিদ্ধান্ত নেয় পালাবার। কিন্তু তারপর......................
McMurphy চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন Jack Nicholson
মুভিটি আমাকে এমন একটা অনুভূতি দিয়েছে যা বোঝানো সম্ভব নয়।
Jack Nicholson এর অভিনয় এককথায় অসাধারণ।
মুভিটা আমাকে একসাথে হাসায় এবং কাঁদায় !
মুভিটা সম্পর্কে আমি একটা কথাই বলতে পারি এটির মতো মুভি আমি দেখিনি।
IMDB তে অবস্থান ১৩ এবং রেটিং - ৮.৮.
Dil Chahta Hai (2001)
আজকাল আর তেমন একটা হিন্দি মুভি দেখা হয়না। একসময় প্রচুর দেখতাম। Dil Chahta Hai আমার সবচেয়ে প্রিয় পাঁচটি মুভির একটি।
শুধু এই মুভিটির কারনেই Farhan Akhtar আমার সবচেয়ে প্রিয় বলিউডি ব্যক্তিত্ব।
বন্ধুত্ব বিষয়টা আমার খুব বেশি প্রিয়। আর বন্ধুত্ব নিয়ে তৈরি আমার দেখা সেরা মুভি Dil Chahta Hai.
তিন বন্ধুর গল্প Dil Chahta Hai
যারা সকাল, দুপুর, সন্ধ্যা সবাই সবার জন্যে। কিন্তু একসময় ছোট্ট একটা ঘটনায় আলাদা হয়ে পড়ে তারা। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কি কখনও ভেঙে যায়!
এই মুভিতে Aamir Khan, Saif Ali Khan এবং Akshaye Khanna দারুন অভিনয় করেছেন।
প্রধান চরিত্রে Aamir Khan অভিনয় করলেও আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে Siddharth চরিত্রে Akshaye Khanna র অভিনয়। আর Saif Ali Khan এর অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট তো এই মুভি।
Dil Chahta Hai সবসময় আমার কাছে একটা বিশেষ মুভি।
IMDB রেটিং - ৮.৩
প্রিয় মুভি গুলো নিয়ে আমার অনুভুতির কথা লিখতে চেয়েছেলাম কিন্তু এখন দেখছি তেমন কিছুই লিখতে পারিনি।
আসলে আমার মনে হয় খুব প্রিয় কোন কিছু নিয়ে বলা বা অনুভূতি গুলো প্রকাশ করাটা মনে হয় খুব কঠিন কাজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।