গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মামলার তদন্তকারি সদস্যরা আগামী ১৯ অক্টোবর জিজ্ঞাসাবাদ করবেন। তদন্ত দলের তিন সদস্যের দল ওই দিন বেলা ১২টায় জাতীয় সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগারে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেেিত গতকাল সোমবার আদালত খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এ মামলায় আরেকটি আদালত খালেদা জিয়ার ব্যাংক লেনদেন সংক্রান্ত সব কাগজপত্র জব্দ করার আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. জহিরুল হুদা গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গ্যাটকোকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীন ডিপো (আইসিডি) ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার ওঠানো নামানোর কাজ দেওয়ার বিষয়ে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানান।
আবেদনে বলা হয়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মতার অপব্যবহার করে এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত উপো করে গ্যাটকোকে কাজ দেন। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মহানগর হাকিম মিজানুর রহমান বিশেষ কারাগারে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
গতকাল মহানগর দায়রা জজ মো. আজিজুল হক তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেেিত খালেদা জিয়ার ব্যাংক হিসাবের লেনদেন সংক্রান্ত কাগজপত্র জব্দের আদেশ দেন।
এদিকে গতকাল সোমবার দুদকে গ্যাটকো মামলার ব্যপারে চট্টগ্রাম কর্তৃপরে আরও আট কর্মকর্তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপরে প্রধান অর্থ ও হিসাব রণ কর্মকর্তা হারুন মিয়া, দুই উপ-ট্রাফিক ম্যানেজার কে এম মোয়াজ্জেম হোসাইন ও গোলাম ছরওয়ার, ফাইন্যান্স কর্মকর্তা ইলিয়াছ রেজা, সাবেক প্ল্যান্ট ম্যানেজার নাজমুল হক, সাবেক সহকারি পরিচালক মো নূরুল আমিন, প্রধান সহকারি পরিচালক সরবিন্দু দে ও সাউথ ইস্ট ব্যাংকের সাবেক কর্মকর্তা মারুফ এম আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। মারুফ বর্তমানে ব্যাংক এশিয়ায় কর্মরত আছেন। তিনি ঘটনার সময় সাউথ ইস্ট ব্যাংকে কর্মরত থেকে গ্যাটকোর ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ইস্যু করেছিলেন বলে সূত্র জানিয়েছে। গত রোববার বন্দর কর্তৃপরে আরও আট কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারিরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।