সুখীমানুষ
ক্লাসে ছাত্র কবিতা পড়ছে : কপোল ভিজিলো তার দুই নয়নের জলে।
তখন টিচার চিন্তা করলো নয়নের জলে তো ভিজবে গাল, কপাল কিভাবে ভিজবে? প্রসঙ্গত বলে রাখি ঐ টিচার জানতেননা যে কপোল মানেই হলো গাল। তাই ঐ টিচার বল্লেন কবিতাটা অসম্পূর্ণ, এর শেষে একটা লাইন লাগায়ে দে
পা দুখানি বাধা ছিল তমালের ডালে।
তাই পুরা কবিতাটা হচ্ছে
কপোল ভিজিলো তার দুই নয়নের জলে
পা দুখানি বাধা ছিল তমালের ডালে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।