আমাদের কথা খুঁজে নিন

   

বাচচু রাজাকারে ফাঁসির রায়

মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়। আমি কোনও আইন বিশারদ নই। কোনও উকিল, ব্যারিস্টার, জজ’ও নই। আইন-আদালত সম্পর্কে খুব বেশী জানি তাও নয়। আইন বলতে যদি কিছু জেনে থাকি তা হল মেডিকো-লিগ্যাল কিছু ব্যাপার স্যাপার, তাও আবার পাস করার পর ৯০% ই ভুলে গেছি বলা যায়।

যাইহোক, এতক্ষন ত্যানা প্যাঁচাইলাম তার কারন হলো আমি আইন সম্পর্কে কতটা দক্ষ তা আপনাদেরকে বুঝানোর জন্য। “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল” সম্বন্ধে সকলেই কম বেশী কিছু হলেও জানি। আমি একজন ক্ষুদ্র মানুষ। আমার চিন্তা-ভাবনার গতি প্রকৃতিও সাধারন। আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি তা হল স্বাধীনতার ৪১ বছর পর আজ কি কারনে এদের বিচারের দরকার? তারা আমাদের মুক্তিযোদ্ধাসহ নিরীহ মা-বোনের সাথে যা করেছে তাতে তাদেরকে ঐ সময়ই ঝুলাইয়া দেয়া দরকার ছিলো।

কারন তখন কোনও সাক্ষী প্রমানের দরকার ছিলনা। ছিলনা কোনও শুনানির তারিখ পরিবর্তনের। বুঝলাম তাদের মতো অসভ্য আমরা হতে পারি না, তাই দীর্ঘ ৪১ বছর পর আজ এই আদালতের অবতারনা নিতে হচ্ছে। আমার বুঝামতে আদালতের কার্যপ্রণালী যথেষ্ট স্বচ্ছ। বাদী ও বিবাদী উভয় পক্ষের’ই তাদের যুক্তিতর্ক উপস্থাপনের যথেষ্ট সুযোগ ছিল।

ইতিমধ্যে বিজ্ঞ আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আইন অনুযায়ী বাচ্চু রাজাকার এর রায় ঘোষণা করেছেন। কিন্তু কতিপয় সো-কলড্‌ দেশপ্রেমিকের মুখে শুনেছি যারা কিনা যুদ্ধাপরাধীদের বিচার চায়, কিন্তু অস্বচ্ছ-অসৎ এই আদালতের মাধ্যমে নয়। তাদের মতে এই আদালত অস্বচ্ছ ও অসৎ উদ্দেশে এই দণ্ডাদেশ দিয়েছেন। আজ দীর্ঘ ৪১ বছর পর জাতি হিসেবে যখন আমরা আমাদের পূর্বপুরুষদের দীর্ঘশ্বাসের বোঝা হতে মুক্ত হতে চলেছি, ঠিক তখনই এই বিজ্ঞ আইন বিশারদ’দের মুখে ত্যানা প্যাঁচানো পাকি গন্ধ’অলা কথাবার্তা বমির উদ্রেক করে। আমি তাদের কাছে জানতে চাই যে, কি কি গুনাবলী থাকলে আদালত কে সচ্ছ ও সৎ বলে বিবেচনা করা যাবে??? কতটুকু সচ্ছতা হলে রাজাকারদের বিচার প্রক্রিয়া সচ্ছতা বলে ধরা হবে??? ৭৫’ পরবর্তী যেভাবে তাদের পুনর্বাসিত করা হয়েছিলো সেভাবে তাদের আরেকবার জাতির নায়কের মর্যাদা দিলে কি আদালতের যথেষ্ট স্বচ্ছতা আসবে বলে মনে হয়??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.