¤ মানুষকে পোঁচাতে ভালবাসি ¤ মানুষকে নকল করার চেষ্টা করি ¤ মানুষ হাসাই :-) :-D ¤ পোঁচানা কে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চাই ¤ নিজের দেশকে একটু বেশি ভালবাসি ¤ রাজনীতিতে অগ্রহ বেশি
কনসার্টে বাংলাদেশী শিল্পীরা পারফর্ম করছে ,স্টেডিয়াম ভর্তি মানুষ কিন্তু কেউ হাত তালি দিচ্ছে না । স্টেজে লড়ব , আইয়ুব বাচ্চু গিটার প্লে করছে তাও কোন হাততালি নেই । হঠাৎ আইয়ুব বাচ্চু মাইকে দর্শকদের
উদ্দেশ্যে বলে উঠলো --
তালিগুলো জমিয়ে রাখুন ,
পরবর্তীতে কাজে লাগবে বাংলাদেশের জন্য কোন তালির প্রয়োজন নেই ,
কিন্তু আমি গর্বের সাথে বলি,
ঈ আম বাংলাদেশি,
ঈ আম প্রৌদ ত বে
আ বাংলাদেশি !
একজন বাংলাদেশী শিল্পীর সুগভীর আত্মমর্যাদা প্রকাশ পেয়েছে আইয়ুব বাচ্চুর এই কথায় । তিনি কোন ভনিতা করেন নাই ,স্পষ্ট ভাষায় নিজের গর্বের কথা উচ্চারণ
করেছেন , আর বদের বদ দর্শকদের মুখে সরাসরি চড়
বসিয়ে দিয়েছেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।