নেদারল্যান্ডের রানি বিয়াট্রিক্স সিংহাসন ত্যাগের পর তাঁর ছেলে উইলেম আলেকজান্ডার আজ মঙ্গলবার রাজা হিসেবে দেশটির সিংহাসনে আরোহণ করেছেন।
৭৫ বছর বয়সী রানি বিয়াট্রিক্স ৩৩ বছর সিংহাসনে থাকার পর সরে দাঁড়ালেন। তবে ১৮৯০ সালের পর নেদারল্যান্ড এবারই প্রথমবারের মতো একজন পুরুষকে প্রধান শাসক হিসেবে পেল। সাবেক রানি বিয়াট্রিক্স প্রথা অনুযায়ী নতুন প্রজন্মের একজনের হাতে দেশের শাসন ক্ষমতা তুলে দিলেন।
বিবিসি জানায়, শত শত নেদারল্যান্ডীয় নতুন রাজার সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য অ্যামস্টারডামের রাজবাড়িতে ভিড় করছেন।
নতুন রাজা উইলেম আলেকজান্ডার দারুণ জাঁকজমকের সঙ্গে সাবেক চার্চ নিউভে কের্কে শপথ নিয়েছেন। ধর্মের লেশমাত্র ছোঁয়া ছিল না শপথ অনুষ্ঠানে। আলেকজান্ডার শপথ নেন ডাচ পার্লামেন্টের একটি অধিবেশনের সামনে।
সন্ধ্যায় রাজপরিবার একটি জলোত্সবে অংশ নেবেন বলে জানা গেছে।
গত জানুয়ারিতে রানি বিয়াট্রিক্স জানিয়েছিলেন, তিনি ক্ষমতা ছাড়তে চান, কারণ তিনি তাঁর ছেলে এখন ক্ষমতা গ্রহণে প্রস্তুত।
তিনি আরও বলেছিলেন, এখন সময়টি হলো নতুন প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দেওয়া।
আজ সকালে রানি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সিংহাসন থেকে সরে দাঁড়ান। এর আগে পুত্রের হাতে ক্ষমতা সঁপে দিয়ে তিনি এক চুক্তি স্বাক্ষর করেন। ওই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিলেন বিয়াট্রিক্স, আলেকজান্ডার ও তাঁর স্ত্রী ৪১ বছর বয়সী আর্জেন্টিনীয় ব্যাংকার ম্যাক্সিমা। অনুষ্ঠান শেষে তাঁরা তিনজন প্রাসাদের একটি ব্যালকনিতে দাঁড়িয়ে নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আবেগাপ্লুত বিয়াট্রিক্স জনতার উদ্দেশে বলেন, ‘নতুন রাজা উইলেম আলেকজান্ডারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারাতে আমি সুখী ও কৃতজ্ঞ। ’ আলেকজান্ডার বলেন, ডাচ সাম্রাজ্যের মানুষ বিয়াট্রিক্সের প্রতি ‘আজীবন কৃতজ্ঞ থাকবে’। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।