‘‘আজ সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি, তোমাকে দিলাম
তাই শ্রাবন সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম...’’
আমি জানি, তুমি বৃষ্টি খুব ভালবাস। তাই বৃষ্টি নিয়ে আমার ভাল লাগার এই কথোপকথন
যখন চাঁদ ডুবে যায় মেঘের ব্যাথায়
বৃষ্টির কান্নায় ভিজে যায়, এই চির চেনা মরু্ভূমি
পিপাসারা ভর করে, ছোট্ট বুকে
আলিঙ্গনের ছোঁয়ায় , ঠোটের মৃদু কম্পনে
বলে যায় সব অব্যাক্ত কথা
বৃষ্টি, তুমি আর আমি মিশে যাই
ভালবাসার বন্ধনহীন ভাল-লাগায়।।
ভালবাসি
চিরচেনা তোমাকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।