স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
"চাইনিজ ভাষায় যদি শেখা সম্ভব হয় তবে বাংলাতে নয় কেন" এমন প্রশ্ন দিয়া ওনারা কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স সাইটটি খুলছেন। অন্যের ভাষার প্রতি এই দৃষ্টিভঙ্গি আমার ভালো না লাগলেও সাইটটা ভালো লাগছে। অনেক টিপস দেওয়া আছে এইখানে।
"Mozilla Firefox এর টুলবারে New Tab আইকন" কীভাবে অ্যাড করবেন তা থিকা শুরু কইরা কীভাবে হ্যাকিং শিখবেন তার বর্ণনা এইখানে আছে।
তবে সার্চ-এর বাংলা 'খোজ কর' বা ফিল্টার-এর বাংলা হিসাবে "ছাকনি" শুনলে মনে হয় ইংরেজিতেই আছে এখনো পেজটা। অনুবাদ কেবল শব্দের অনুবাদ হইয়া গেলে তা যথেষ্ট অশ্রুতিমধুর লাগে। বাংলা কম্পিউটিং-এর ক্ষেত্রে যন্ত্রপাতির নামগুলা ইংরেজি নামে রাখতে পারলে জিনিসের আসল নামের কাছাকাছি থাকা যায়। আপাতত পাবলিকরে ধরাইয়া দেওয়াটা আসল কাজ।
জাতীয়তাবাদী ছাকনির চেয়ে ফরেন ফিল্টার বেটার মনে হয়। আমি সহ ওই সাইটের মেম্বার সংখ্যা ১৫০। লেখা আসছে ২১২ টা। যারা এর সঙ্গে আছেন তাদের ধন্যবাদ
২.
লিংক দিতে ভুইলা গেছিলাম। কেন গেছিলাম কে জানে!
ঠিকানা : http://www.caebd.com/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।