আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সেরা পিটিসি সাইট ক্লিক্সসেন্স হতে আয় করুন মাসে ৫ ডলার, ১০০% ট্রাস্টেড সাইট!!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। ব্লগিং করার আমার তেমন কোন অভিজ্ঞতা নাই। নতুন হিসাবে এই ব্লগ সাইটে এটি আমার ১ম পোস্ট। প্রথম পোস্ট হিসাবে অন্য কিছু নিয়ে ভেবে ছিলাম, কিন্তু সময়ের অভাবে এই পোস্ট করতে হল।


মূলত ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ইন্টারনেটে আয়ের বহু বিষয় উল্লেখ করা হলেও অনেকের কাছে প্রশ্ন, আমার কোন অভিজ্ঞতা নেই। আমি কিভাবে কাজ শুরু করব। এই মুহুর্তে আয় করতে পারেন এমন একটি পদ্ধতি এখানে উল্লেখ করা হচ্ছে।
সাথেসাথে আয়ের জন্য পিটিসি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এজন্য আপনার কিছুই জানা প্রয়োজন নেই।

তাদের ফরম পুরন করে সদস্য হবেন, তাদের সাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করবেন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। সাথেসাথেই আপনি দেখতে পাবেন আপনার নামে সেই ক্লিকের জন্য বরাদ্দ টাকা জমা হয়েছে।

এধরনের একটি প্রতিস্ঠান clixsense। ২০০৭ সাল থেকে এই প্রতিস্ঠান কাজ করছে। এটি কোন স্ক্যাম সাইট নই, ১০০% ট্রাস্টেড সাইট।

সাধারনত পিটিসি সাইটগুলির বিরুদ্ধে নানাধরনের অভিযোগ থাকে, এই সাইট সেতুলনায় সুনামের সাথে কাজ করছে দীর্ঘদিন ধরে। আর এখান থেকে টাকা পাওয়ার পদ্ধতিও সহজ। পেপল, এলার্টপে এসবের সাথে সাথে আপনার নামে ব্যাংকচেক পাঠাবে। উল্লেখ করা যেতে পারে জনপ্রিয় এই সাইট বাংলাদেশের জন্য বন্ধ ছিল দীর্ঘদিন। সম্প্রতি নতুনভাবে অনুমতি দেয়া হয়েছে।

এবং তা ইন্টারন্যাশনাল ভাবে চলছে। ব্লগে অনেক লেখকই ভূয়া ভাবে বহু পিটিসির সাথে পরিচয় করিয়ে দেন। সেখানে এক সময সব কিছুই বিফলে যাই। তবে এই কথা অনস্বীকার্য যে, পিটিসি আয়ের সাথে সাথে আপনাকে ফ্রিল্যান্সিং শেখাটা ভালো। এবং হ্যা কোন পিটিসি সাইটে কাজ করার পূর্বে তা চেক করা নেয়াটা ভালো, কারন সেটি স্ক্যাম কিনা!
যাইহোক clixsense সাইট সম্পূর্ণ স্ক্যাম মুক্ত।

চেকিং করতে হলে নিচের লিংক হতে দেখে নিতে পারেন-
http://www.ptc-investigation.com/clixsense.aspx

সামনের বড়দিনের উতসব উপলক্ষে clixsense একটি অফার ঘোষনা করেছে তাহলো: ডিসেম্বরের মধ্যে যারা নতুন ইউজার হবেন তাদের একাউন্টে বোনাস হিসাবে ২ ডলার যোগ হবে। এটি যখন কাজ করার পর ২ ডলার উইথড্র করতে যাবেন তখন পাবেন। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে একাউন্ট করতে বা বোনাস পেতে কোন অর্থের প্রয়োজন হয়না।
প্রথমে তাদের সাইটে যান এখানে ক্লিক করুন- clixsense
সেখানে সাইন-ইন বাটনে ক্লিক করে আপনার নাম-ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার ইত্যাদি দিন।

ডানদিকের অংশে টাকা পাওয়ার পদ্ধতি হিসেবে ব্যাংক চেক সিলেক্ট করুন। ফরম পুরন করার কাজটি নিশ্চয়ই করতে পারবেন।
ফরম পুরন করে সাবমিট করলে আপনার ইমেইলে একটি মেসেজ পাঠানো হবে।

সেখানে লিংকে ক্লিক করে আপনার ইমেইল নিষ্চিত করুন। সাথেসাথে আপনি তাদের সদস্য।

আপনার লগিন নেম, পাশওয়ার্ড ব্যবহার করে আপনার একাউন্টে ঢুকুন।
তাদের সাইট থেকে একটি টুলবার ডাউনলোড করে ইনষ্টল করে নিতে পারেন। এর সুবিধে হচ্ছে সাইটে না ঢুকেই আপনি জানার সুযোগ পাবেন ক্লিক করার জন্য লিংক আছে কিনা।
আপনি যখন খুশি যত খুশি ক্লিক করতে পারেন না। প্রত্যেকের জন্য ক্লিক বরাদ্দ করা হয়।

ভিউ এড বাটণের ওপর দুটি সংখ্যা দেখতে পাবেন, একটি কতগুলি লিংক আছে, অপরটি আপনি কতবার ক্লিক করার সুযোগ পাবেন। এই বাটনে ক্লিক করুন। লিংকগুলি ওপেন হবে।
প্রতিটি লিংকের জন্য ক্লিক করলে কত টাকা পাবেন সেটা দেখতে পাবেন। সাধারনত .০০১ ডলার থেকে .০২ ডলার পর্যন্ত।

পছন্দমত কোন লিংকে ক্লিক করুন।
নতুন আরেকটি পেজ ওপেন হবে। সেখানে একটি ঘড়ি দেখতে পাবেন। যদি কোন ছবির সাথে অপর ছবির মিল খুজতে বলে সেই ছবিতে ক্লিক করুন। ঘড়ির সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন (বেশি টাকার বিজ্ঞাপনের জন্য বেশি সময়)।

 এরপর আপনার একাউন্টে টাকা জমা হওয়ার মেসেজ পাবেন। টাকা জমা হওয়ার পর পেজটি ক্লোজ করুন এবং অন্য যতগুলি ক্লিক করার সুযোগ দেয়া হয়েছে সেগুলি ক্লিক করুন। অপরদিকে রেফারেল এবং ভাড়াকতৃ রেফারেলের মাধ্যমে আয় বৃদ্ধি করা যায়।
এভাবে আপনি ধনী হতে পারেন না, তবে অল্প সময় ব্যয় করে কিছু টাকা হাতে পেতে পারেন। অন্তত ছাত্র হিসেবে নিজের খরচের অর্থ আয় করা যায়।


সেইসাথে কাজ শুরুর অভিজ্ঞতা লাভ, সেটাই বা মন্দ কি। এভাবে শুরু করেই একসময় আরো বড় কাজের দিকে যেতে পারেন। তাদের সাইট থেকে আপনার লিংকটি ব্লগ, ফেসবুক, ইমেইল ইত্যাদির মাধ্যমে প্রচার করুন। যারা আপনার লিংক থেকে সদস্য হবেন তারা ক্লিক করলে তাদের আয়ের অংশও আপনি পাবেন। টাকা দিয়ে প্রিমিয়াম সদস্য হয়ে আয় আরো বাড়াতে পারেন।

টাকা পাওয়ার জন্য এলার্ট-পে ব্যবহার করতে পারে। এলার্ট-পে একাউন্ট করার নিয়ম এই সাইটেই রয়েছে।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.