আমাদের কথা খুঁজে নিন

   

অপেরা ৯.৫ আলফা-কোডনেম কেস্ট্রেল(Kestrel)

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

ইন্টারনেট এক্সপ্লোরার,ফায়ারফক্স,সাফারি ইত্যাদি ব্রাউজারের পাশাপাশি আরো একটি যে ব্রাউজারের নাম শোনা যায় তা হলো অপেরা। এটি ফ্রি কিন্তু সোর্স ওপেন নয়। উইন্ডোজ ও লিনাক্স উভয় অপারেটিং সিস্টেমের জন্য এটি পাওয়া যায়। অপেরার সর্বশেষ পূর্নাঙ্গ সংস্করণ অপেরা ৯.২৩।

এটি ডাউনলোড করা যাবে এখান থেকে । সম্প্রতি অপেরা বের করেছে তাদের আরো একটি আলফা রিলিজ যার নাম অপেরা ৯.৫ আলফা এবং কোডনেম কেস্ট্রেল(Kestrel)। এটি অবশ্যই আরো কিছু নতুন ফিচার নিয়ে এসেছে। এটি আগের যেকোন ভার্সন থেকে দ্রুত গতির ও অনেক দেখতে আরো সুন্দর। কিছু বিশেষ পরিবর্তন নিম্নরূপঃ * Faster and less-memory intensive ECMAscript engine * A greatly improved layout algorithm * The font-rendering speed is improved significantly, along with the tiling of bitmaps * More responsive user interface * Synchronize with my opera ছবি উপরের ছবি থেকেঃ অপেরাতে এবার একটা নতুন ফিচার হলো অপেরা একাউন্টে রেজিঃ করে আপনি যখন ব্রাউজ করবেন তখন আগে সেই একাউন্টে লগইন করে নিয়ে যদি ব্রাউজ করেন তাহলে আপনি আপনার অপেরা একাউন্টে বুকমার্ক, স্পিড ডায়াল যে কোন জায়গা থেকে দেখতে পারবেন।

অপেরার সাইট থেকেই কোট করে দেওয়া হলোঃ This alpha version of Kestrel contains a sneak preview with support for bookmarks, Speed Dial and personal bar synchronization between desktop versions of Opera. To check it out, just click File - Synchronize with My Opera and follow the instructions. Get your stuff anywhere! এই আলফা ভার্সনটি ডাউনলোড করুন এখান থেকে। মোবাইলের জন্য যারা অপেরা ব্যবহার করতে চান তারা এই লিংক দেখতে পারেন। আলফা ভার্সন সম্পর্কে বিস্তারিত জানতে এখান থেকে । বিঃদ্রঃ লেখাটি প্রথম প্রকাশ করা হয়েছে এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.