আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
প্রিয় শিপন,
জীবনকে সাজাতে ভালবাসা প্রয়োজন। প্রয়োজন কিছু কোমল হাতের যার স্পর্শ তোমার এলোমেলো চুল গুলোতে হাত বুলিয়ে দিবে। এগুলোকে আছড়ে দিবে তোমার মুখমন্ডলের যেদিকে বাকঁ প্রয়োজন ঠিক সেদিক বরাবর। আমি জানি না, কোন কোমল হাতের স্পশৃ প্রত্যেকের কপালে থাকে কিনা, কোন নরম হাত শক্ত পাথরের বুকে সরষতার সজিবতা ছোঁয়ায় কি না। তবে এতটুকু জানি ভালবাসা মানে কোমল হাতের ছোঁয়া হলেও, প্রেম জীবনের পূণ্যময়তার পূর্নতা হলেও হাজারও উদহারনের রক্তে রাঙানো এ ভালবাসার ইতিহাস।
লক্ষ কেটি প্রেয়সীর হাত প্রেমিকের রক্তে রঞ্জিত ছোড়ায়।
পুরুষ মেয়ে জীবনের পূর্নতা। ঘরের সেই শক্ত পিলারের মত যা ব্যক্তি জীবনের কঠিন শপথে আগলে রাখে কোমলমতি প্রেয়সীদের। তাহলে ধর্ষক কারা। নারী নির্যাতনের দায়ে জেল খাটা সে সমস্ত অগনিত আসামী কারা।
আজ যদিও তারা আসামী কিন্তু একদিন তারাও সেই ভরসার কেন্দ্রে দাড়িয়ে ছিল নিশ্চয়তার হাসি নিয়ে। আমি জানি না। ভালবাসার মানে বলতে কি বোঝানো হয়েছে। তবে
এতটুকু জানি, ভালবাসা বলতে শুধু সামর্থের আর অসামর্থের দ্বন্দ ছাড়া অন্য কিছুই নয়। কেউ অর্থ আর বিত্তের সাগরে ব্রিটানিয়া প্রমোদতরীতে ভাসতে ভালবাসে আর তা হতে সামান্য কম হলেই ভালবাসার সেতু ভেঙ্ েপড়ে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়ে।
একে অপর হতে বহু দুরে। আবার বাহুজোর প্রেমিক প্রেমিকার সংসার টিকিয়ে রাখে শরীর আর শক্তি ভালবাসার সুখ সংসারের সিমেন্ট হয়ে পরস্পরকে রাতের পর রাত আনন্দিত করে ভালবাসাকে বাড়িয়ে নেয়। কিন্তু দেখুন, এছাড়া ভালবাসা নেই যার দুটোর একটা রয়েছে তার ভালবাসা ভাল নয়, অসুস্থ । তাকে প্রায়শই আশে পাশের ডাক্তারের কাছে যেতে হয়, কখনও অর্থের জন্য মুখের হাসি, আচল বাসি করতে হয়, নয়ত কখনও এলিয়ে দিতে হয় গা অন্যের প্রতি আনন্দের জন্য নয়তো অভাব হতে বাচার জন্য।
যন্ত্র -পাথরের জীবনে কখনও আবেগ থাকে না।
থাকে জৃর্ন স্বার্থপরতা।
দাবী আদায়ের মঞ্চে কখনও ভালবাসা থাকে না। থাকে আন্দোলন
সংঘাতের প্রতি উসকানো যান্ত্রিকতা।
আমি যন্ত্র জগতের পৃথিবীতে শুধু স্বার্থপরতা দেখেছি, কিন্তু কিছু কিছু লোকের হৃদয়ে, আর বেশির ভাগই দেখেছি জীবনের সাথে প্রয়োজনের সংমিশ্রন। দেখেছি জনির স্বার্থপতা, দেখেছি রানার একান্তিকতা।
আর নাদিমের প্রেয়সির অনুসরন। আমি রুপমের মাঝে আধুনিক চালাক মানুষের অনেক গুনই দেখেছি। লিপুর মাঝে দেখেছি পরিবেশ থেকে না বেরিয়ে আসার যা কিছু আত্বকেন্দ্রিকতা। আমার কোন অভিযোগ নাই কারও প্রতি। আমার কোন ভালবাসার দাবী নাই।
আমার জীবনে আমি শুধুই আমার বোনদের মুখে হাসি দেখেছি। আর দেখেছি তাদের চোখ ভরা আমার জন্য ভালবাসা। আমি জানি কোন জিনিসটাকে মানুষ ভালবাসা বলে, কোন আচরণকে মানুষ শুদ্ধ বলে। জানি না কোন ব্যবহারকে মানুষ নিজের মত করে সাজাতে পছন্দ করে। আমার ভালবাসার সংজ্ঞা জানা নাই।
মেহদির প্রতি আমার অফুরন্ত ভালবাসা। তার কাছে প্রতিদানের জ্যামিতি কষে দেখিনি। অথবা ভবিষ্যতের মুল্যে সাজিয়ে রাখিনি বর্তমানের বিনিয়োগ। সুখ বসন্তের ..........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।