আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়াতে কাল থেকে রোযা - বাংলাদেশে দুইদিন পরে - চাঁদের হিসাবে গরমিল?

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

আগামীকাল থেকে শুরু হচ্ছে রমযান। অবশ্য সেটা লিবিয়ার হিসেবে। সৌদি আরবে তা শুরু সম্ভবত এর পরদিন থেকে। আর বাংলাদেশে তারও পরদিন থেকে। অবশ্য এরকমটাই যে ঘটবে তার কোন নিশ্চয়তা নেই। কিন্তু অধিকাংশ বছর এরকমই হয়। লিবিয়া রোযা ঈদ শুরু করে দেয় সৌদি আরবের একদিন আগে এবং বাংলাদেশ তা পালন করে সৌদি আরবের একদিন পরে। ফলে বাংলাদেশ এবং লিবিয়ার সময়ের ব্যবধান মাত্র চার ঘন্টা হওয়া সত্ত্বেও চাঁদের হিসেবে আটচল্লিশ ঘন্টা ব্যবধান হয়ে যায়। যেখানে পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতে মাত্র চব্বিশ ঘন্টা সময় নেয়, সেখানে এত কাছাকাছি অবস্থিত দুইটি দেশে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে চাঁদ দেখার হিসাবটা কতটুকু বিশ্বাসযোগ্য বা যুক্তিসঙ্গত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।