সম্প্রতি ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, হ্যাকাররা চাইলেই এখন গাড়ির কম্পিউটার সিস্টেম হ্যাক করতে পারে।
গাড়ির কম্পিউটার সিস্টেমের দুর্বলতার সুযোগ নিয়ে ঠিক কী কী তারা করতে পারে, হ্যাকাররা তা সম্প্রতি জানিয়েছে। শুধু একটি ল্যাপটপের সাহায্যেই হ্যাকাররা গাড়ির গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন পর্যন্ত বন্ধ করে দিতে পারে।
এ ছাড়াও গাড়ির পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়া তাদের জন্য খুব কঠিন কোনো কাজ নয় বলেই জানিয়েছে তারা।
শুধু ল্যাপটপ নয়, ব্লুটুথ বা এ ধরনের তারহীন সংযোগের মাধ্যমেও হ্যাকাররা গাড়ির বেশকিছু বিষয় নিয়ন্ত্রণে নিতে সক্ষম। এ প্রসঙ্গে ফিনিক্সভিত্তিক সিকিউরোসিস নামের একটি নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠানের সিইও রিচ মোগাল জানিয়েছেন, কম্পিউটার চিপসমৃদ্ধ, কোনো জিনিসই সুরক্ষিত নয়, ইতিহাস আমাদের সেটাই দেখাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।