/
স্মার্ট মহাপুরুষ হিসেবে বেশ জনপ্রিয় তিনি
তাকে নিয়ে সাজা হয়, ভাজা হয়
একদিন বাঁজা হয়
লীলা পুরুষোত্বম শ্রী কৃষ্ণের জন্মজয়ন্তী ।
বুড়ো বুড়ো মহামানবের দিনকাল শেষ
সন্যাস, বর্জনের ল্যাঠা চুকে গেছে
একটা জীবনে কিছু আনন্দ সম্ভোগ
সুখের চরমে পৌঁছাতে নিষ্পাপ কুমারী ।
আমরা পূজা করি কুমারীর
সত্য যুগ, ধর্ম যুগ শেষ করে কলি যুগে
আমরা পূজা করি কৃষ্ণের
অবতার মেনে মনে মনে তার যৌবন বীর্যতে
শুয়ে ফেলি, মেখে ফেলি নেংটিতে
সাদা চাদরে খুঁজে দেখি লাল লাল ছোপ
কুমারীর কাতরানো, ছেঁড়া খোড়া সতীচ্ছদ ।
বাজারে একদম দর নেই দ্রৌপদীর
দেবী হিসেবে তিনিও পূজ্য উপযোগী
অর্ঘ্য দেবার মত লোক একটাও নেই
একটা পুরুষ, একটা নারী অথবা একটা কুমারী ।
রাত্রির পোশাক খুলে নারী অথর্ব সঙ্গীতে
রাত দিন পার করে তবু
ফিতা ধরে থাকে
আর কামের চিতায় উঠে কৃষ্ণরা লীলায় মাতে ।
ঘোর কলিকালে এসেও দ্রৌপদীর পূজা জোটে না
ওম শান্তি কুমারী পূজা, ওম ওম কৃষ্ণলীলা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।