টিভি বিজ্ঞাপনটির স্ক্রিনের উপরের অংশে ভিডিও চলতে থাকে আর নিচে একটি সাবটাইটেল বারের মতো থাকে, যেখানে #LetsEatTogether হ্যাশট্যাগটি ব্যবহার করে যারা টুইট করছেন সেসব টুইট দেখা যায়।
বিজ্ঞাপনে টুইটারের এ রকম ব্যবহার এবারই প্রথম। রোমানিয়ার বিজ্ঞাপন সংস্থা ‘এমআরএম’ বিজ্ঞাপনের টুইটগুলো নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে ম্যাশএবল। কোকের প্রতিটি বিজ্ঞাপনে পাঁচ থেকে সাতটি টুইট দেখা যাচ্ছে।
ভিন্ন ধরনের এ বিজ্ঞাপন প্রসঙ্গে বিজ্ঞাপন এজেন্সির জিএম নির রেফুয়াহ জানিয়েছেন, লাইভ টুইট যোগ করার ফলে মানুষ বিজ্ঞাপনটি দেখার জন্য অপেক্ষা করছে। বিজ্ঞাপনের বেলায় এমনটা হবার উদাহরণ বেশ কম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।