একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী
১.কাপড়ে যদি রক্ত, গাড়ির তেল বা রান্নার তেল, খাবার সস পড়ে তাহলে বালতিতে সাধারন ডিটারজেন্ট এর সাথে এক ক্যান কোক ঢেলে দিন। এরফলে অঙ্গারীভবনের মাধ্যমে সাধারণ ডিটারজেন্ট এর ক্ষমতা বৃদ্ধি পায় এবং কাপড় ভালো পরিষ্কার হয়।
২.আমাদের গাড়ির ব্যাটারী ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। কিন্তু ব্যাটারীর পোস্ট এর উপর কোকা কোলা ঢেলে স্টিল ব্রাশ বা অন্যকোন টুথব্রাশ দিয়ে পরিষ্কার করলে ব্যাটারীর আয়ুকাল বৃদ্ধি পায়।
৩.গোস্ত রান্না করার সময় কোক ঢেলে দিলে তা একটি ভিন্ন ধরনের স্বাদ যোগ করবে গোস্ত রান্নায়।
৪.শিম রান্না করার সময় কোক ঢাললে তা শিম রান্না করার সময় যে গ্যাস ত্যাগ করে তা প্রশমিত করতে সাহায্য করবে।
৫.২লিটার কোকের বোতল যখন প্রায় খালি হয়ে যায় তখন তার খাপে একটা ছোট ছিদ্র করে যে জায়গায় মশা তেলাপোকা এবং অন্যান্য পোকামাকড় বেশি সেখানে রেখে দিন। তাহলে পোকামাকড় এর ভেতর ঢুকবে কিন্তু আর বের হতে পারবে না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।