আমাদের কথা খুঁজে নিন

   

রেনেসা

/

হঠাৎ একদিন নিরীহ দেহে গজায় সচেতনতার বীজ সমতল ভূমিতে মাথা উচু করে ম্যানগ্রোভ হিমালয়ের ছোট ছোট চারাগুলো দলিত মথিত করার আকর্ষণ দূর্ণিবার স্রোতের মত রাজকীয় চালে চলে । একটা কিছু করার নিয়ম ভাঙ্গার প্রথাগত আচরণ স্বত:সিদ্ধ রূপ পায় শ্মশ্রুধারী ভারী শব্দেরা যেন উপেক্ষিত কর্ণকুহরে । কাহারো চিনে না, নব নিজস্ব রূপ ক্ষণে ক্ষণে বদলায় পরিবর্তিত পদক্ষেপ গন্তব্য খোজে অবাধ্য পথে এই পথের শেষ নেই । আপাদমস্তক হতচকিত চালে পথকে নত করে । আগত পথ আবিষ্কারে চক্ষু জোড়ায় জ্বলন্ত আগুন ভরা বুকে মৃত্যুঞ্জয়ী নি:শ্বাস দু হাত বাতাসে ছড়িয়ে চিৎকার আসো স্রোত দুর্দম্য প্লাবন মুছে যায় যাক কাল মহাকাল মহাবিশ্বের জন্য সতেজ মানচিত্র আগুনে আবার হবে রেনেসা । গলগল করে উষনো রক্ত ঢোকে কাচা শরীরে । বয়:সন্ধির টানে হোচট খায়, পড়ে । দাড়িয়ে দেখে রেনেসা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।