আমাদের কথা খুঁজে নিন

   

আ্যঁরার মহীউদ্দীন বদ্দা-২

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

শেষ খবর পাওয়া পর্যন্ত বদ্দা (মেয়র মহীউদ্দীন) পি.জি. হসপিটালে চিকিত্সাধীন ছিলেন। সেখানে চিটাইঙ্গা (চাঁটগার অধিবাসী) ডাক্তারদের সাথে তার বেশ ভাল সম্পর্ক (যথারীতি) হয়ে যায়। এক ডাক্তারকে আফসোস করে বলছে,"কি খইজ্জুম? ফোয়াক্কল ম্যানচেস্টারত ফড়ের, টিউশন ফি দওন ফরিব, সরকার ত ব্যাংকর একাউন্ট ব্যাকগিন বাঁধি ফেলার!" (আম্মাআআ) (বঙ্গানুবাদ: কি করব? ছেলেরা ম্যানচেস্টারে পড়ে, টিউশন ফি দিতে হবে, সরকার ত সব ব্যাংক একাউন্ট ফ্রীজ করে ফেলছে!) এভাবেই দিন কাটছে একসময়ের চট্টলা কাঁপানো সৈনিকের ! তার একটা জোক দিয়া শেষ করি। (রিয়েল লাইফ জোক) সিটি করপরেশন টেক্স অফিসে এজনের সাথে ঝগরা হচ্ছে... এক পর্যায়ে তাকে হুমকি দিচ্ছে.....> (সব সময় টুপি পড়ে থাকে.... সেখানে হাত দিয়ে) টুপি পড়লাম, আমি আলহ্বাজ্জ; টুপি খুললাম, এখন আমি সন্ত্রাস!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.