আমাদের কথা খুঁজে নিন

   

আ্যঁরার মহীউদ্দীন বদ্দা

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

মেয়র হিসেবে চট্টগ্রামে তার ভালই জনপ্রিয়তা আছে। রসবোধও প্রবল। ১টা পুস্টাইলাম। তার নিজস্ব হজ্জ কাফেলা আছে। প্রতি বছর সেও যায় হাজ্জীদের সাথে খেদমত করার জন্য।

১বার শয়তানকে পাথর মারার দিন ১ বৃদ্ধ যেতে পারে নি, এজন্য সে কাঁদছিল। মহীউদ্দীন এসে দেখে এই ঘটনা। তারে জিগাইল, "বাবু অঁনে কাঁদন ক্যান?"(চাচা আপনি কাদছেন কেন?)। চাচা তারে কারন বলল। তখন মহীউদ্দীন তার জামা তুলে পিঠ দেখাই বলল, "বাবু আঁই বড় শতান, আঁরার ফিডত মারন" (আমি বড় শয়তান, আমার পিঠে মারেন।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.