আমাদের কথা খুঁজে নিন

   

লটারী ও একটি মজার কাহিনী



আমার এক কলিগ লটারী খেলতো প্রায়সময়। লটারীর নাম্বার নিজেকেই পছন্দ করে দিতে হয় । তাই প্রায়সময় আমাদেরকে তার জন্য লাকি নাম্বার পছন্দ করে দিতে বলতো। আর রেজাল্ট কি হলো তা টিভি থেকে টেলিটেক্স বের করে দেখা তার পক্ষে অসম্ভব। সুতারাং তার রিকোয়েষ্টে সেই কাজটা আমাকেই করতে হতো।

আমি কোনদিন তাকে জিততে দেখিনি। প্রায়সময় সে আফসোস করতো যদি একবার মিলে যায়......... একদিন আমি এক প্লান আটলাম। লটারী জিতলে তার অনুভূতি কি হয় দেখার ইচ্ছে হলো। ঐ সপ্তাহে তার লাকি নাম্বারগুলো আমিই পছন্দ করে দিলাম। একটা কাগজে লিখে রাখলাম তার অজান্তে।

সপ্তাহ শেষে সে ড্র নাম্বারটা সে আমার কাছে জানতে চাইলো। আমি তাকে টিভ থেকে দেখে আসি বলে গেষ্ট রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ফিরে এসে তাকে ঐ কাগজটাই দিলাম যেটাতে আমি তারই নাম্বারগুলো লিখে রেখেছিলাম। তারপর যা গঠলো তা অবিশ্বাস্য। লটারীর নাম্বার মিলে গেছে দেখে তার খুশী কে দেখে।

তার সাথে আমাদের আরেক কলিগের ঝগড়া হয়েছিলো কিছুদিন আগে। সে তাকে ইচ্ছৈমত গালিগালাজ করলো। কাপড় চোপড় প্যাক করতে লাগলো। এই *কিং চাকুরী সে করবেনা । তার এই অবস্থা দেখে কেউ একজন বসকে ফোন করলো।

বস তার সাথে কথা বলতে চাইলে সে ফোনে বসকে গালিগালজ করলো। কিছুক্ষণ পর বস আসলো। তার কাছে তার টিকিটের নাম্বারগুলো জানতে চাইলো। বস তাকে টিভির সামনে নিয়ে গিয়ে টেলিটৈক্স থেকে ড্র নাম্বারের সাথে তার নাম্বার মিলিয়ে দেখলো। নাহ একটা নাম্বারও মিলেনি।

এই কথা সে বিশ্বাস করতে সে নারাজ। আমার দেয়া কাগজটা বসকে দেখালো। বাকিটা বস বোঝে গেছেন। কাগজটা আমি দিয়েছি জেনে আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। এরপর আমিই তার সাথে মজা করার গঠনা খুলে বললাম।

সবাই হেসে খুন। স্বপ্নভঙ্গ হলো একজনের,সে মোটেও খুশী হলোনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।